ঢাকা, সোমবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

বিনোদন

শাওন এবার মামলা করলেন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৪৯, ফেব্রুয়ারি ২৬, ২০১৭
শাওন এবার মামলা করলেন মেহের আফরোজ শাওন/ ছবি: রাজীন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

যুক্তরাষ্ট্র প্রবাসী বান্টি মীর নামে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছেন অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন। একই ব্যক্তির নামে শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) জিডি (সাধারণ ডায়রি) করেছিলেন তিনি।

রোববার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৩০মিনিটে বাংলানিউজের সঙ্গে শাওনের যখন কথা হয় তখন তিনি ধানমণ্ডি থানায়। বললেন, ‘হ্যা, মামলা করার কাজ প্রায় শেষের দিকে।

ফেসবুকে বান্টি মীরের অশালীন মন্তব্য, হুমকির জবাবে আইসিটি অ্যাক্টে ৫৭ ধারায় ধানমণ্ডি থানায় মামলাটি করলেন শাওন। আগের অভিযোগের সঙ্গে যোগ করা হয়েছে অনালাইনে হয়রানির বিষয়টি।  

শাওন আগেই জানিয়েছিলেন, ক’দিন ধরে বান্টি মীর নামের এক ব্যাক্তি শাওন ও তার মায়ের সম্পর্কে অশালীন বক্তব্য প্রচার করে যাচ্ছেন। এমনকি ফেসবুক ভিডিও লাইভের মাধ্যমেও তিনি মিথ্যে গল্প ছড়াচ্ছেন।

মামলা প্রক্রিয়ার অংশ হিসেবে শাওন পুলিশকে কিছু প্রমাণাদি উপস্থাপন করেছেন। যেগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।

মোস্তফা সরয়ার ফারুকীর ‘ডুব’ চলচ্চিত্র ঘিরে শাওন আলোচনায় আসেন। এবার এর সঙ্গে যুক্ত হলো জিডি ও মামলার বিষয়টি।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৭
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।