ঢাকা, মঙ্গলবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

বিনোদন

ছয় সুন্দরীর ‘সৌরভের গল্প’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:০৫, জুলাই ৪, ২০১৬
ছয় সুন্দরীর ‘সৌরভের গল্প’ (ওপরে বাঁ থেকে) সুবর্ণা মুস্তাফা, সাদিয়া ইসলাম মৌ ও মম (নিচে বাঁ থেকে) মেহজাবিন, টয়া ও মুনমুন

সুবর্ণা মুস্তাফা, সাদিয়া ইসলাম মৌ, জাকিয়া বারী মম, মেহজাবিন চৌধুরী, মুমতাহিনা টয়া এবং রুমানা মালিক মুনমুন- তাদের কেউ কেউ লাক্সের বিজ্ঞাপনে মডেল হয়েছেন, কেউ কেউ ‘লাক্স সুপারস্টার’ প্রতিযোগিতার মাধ্যমে পরিচিতি পেয়েছেন।

এই ছয় তারকা অভিনয় করেছেন ‘লাক্স সৌরভের গল্প’ আয়োজনের একটি করে নাটকে।

ঈদ উপলক্ষে বাংলা সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনের ছয় কীর্তিমান ব্যক্তিত্বের একটি করে গল্প অনুসরণে নির্মিত এগুলো।

হুমায়ূন আহমেদের ‘এসো’ পরিচালনা করেছেন তার সহধর্মিণী মেহের আফরোজ শাওন। আলী যাকেরের ‘সেই তো তুমি এলে’ বানিয়েছেন ইমেল হক। কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের গল্প ‘মন তার শঙ্খিনী’র নির্মাতা বদরুল আনাম সৌদ।

আনিসুল হকের ‘বিকেল বেলার গল্প’ পরিচালনা করেছেন হিমেশ আশরাফ। ইমদাদুল হক মিলনের ‘ও রাঁধা ও কৃষ্ণ’ গল্প নিয়ে নাটক বানিয়েছেন আশফাক নিপুণ। আর মঈনুল আহসান সাবেরের ‘এই গল্পটা শেষ হয়ে গেল’ নাটকের নির্মাতা ওয়াহিদ তারেক।

ঈদে ‘লাক্স সৌরভের গল্প’র ছয়টি বিশেষ নাটক প্রচার হবে আরটিভিতে ঈদের দিন থেকে ষষ্ঠ দিন পর্যন্ত রাত ১০টা ৫ মিনিটে।

বাংলাদেশ সময়: ০২৫৮ ঘণ্টা, জুলাই ০৪, ২০১৬
জেএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।