ঢাকা, বুধবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

বিনোদন

রঙ মাখলেন ইমন ও তিশা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৩২, জুলাই ২, ২০১৬
রঙ মাখলেন ইমন ও তিশা ‘পবিত্র প্রেম’ নাটকের দৃশ্যে ইমন ও তিশা

পুরান ঢাকায় নতুন এসেছেন ইমন। বন্ধুর সঙ্গে হোলিতে মজা করতে যান তিনি।

সেখানে গিয়ে তার পরিচয় হয় তিশার সঙ্গে। রঙ মাখার অনুষ্ঠানে পরিচয়ের মাধ্যমে তাদের সম্পর্কটাও রঙিন হয়ে যায়। এ রঙ প্রেমের।  

জাকারিয়া সৌখিনের রচনা ও পরিচালনায় ‘পবিত্র প্রেম’ নাটকে এভাবেই পরিচয় হয় ইমন-তিশার। গল্পটি উৎসবকেন্দ্রিক আর রঙিন। এতে আরও অভিনয় করেছেন দিলারা জামান, আনন্দ খালেদ প্রমুখ।  

পরিচালক বলেন, ‘উৎসব-পার্বণে একটু ভিন্নধর্মী নাটক হলে দর্শকের আনন্দ বেড়ে যায়। সেটা মাথায় রেখেই কাজটি করেছি। ঈদ উৎসবকেন্দ্রিক নাটক হওয়ায় উৎসবের নানা উপলক্ষ্য তৈরি করা হয়েছে এতে। যেমন হোলি, কাওয়ালি, ঘুড়ি উৎসব, বিয়ের আয়োজনসহ আরও অনেক কিছু। সব মিলিয়ে দর্শকদের জন্য একটি জাঁকজমকপূর্ণ নাটক উপহার দিতে চেয়েছি। ’  

তিশার বিশ্বাস, এ নাটকে পুরান ঢাকাকে নতুনভাবে দেখবে দর্শক। ইমন বলেন, ‘বলা যায় এটা সিনেমাটিক গল্পের একটি নাটক। গল্পের পরতে পরতে রয়েছে রোম্যান্স। এর ধরনগুলো অন্যরকম। সবার ভালো লাগার মতো। ’ নাটকটি ঈদে এনটিভিতে প্রচার হবে।  

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, জুলাই ০২, ২০১৬
জেএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।