ঢাকা, বুধবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

বিনোদন

ঈদ আয়োজনে ‘চিরদিনের রুনা’ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২০, জুন ৩০, ২০১৬
ঈদ আয়োজনে ‘চিরদিনের রুনা’  রুনা লায়লা

উপমহাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লা সংগীতজীবনের ৫০ বছর পার করেছেন। এটা সবারই জানা।

তার এই বর্ণাঢ্য পথচলা ও অর্ধশতবর্ষ উপলক্ষে চ্যানেল আইতে বিশেষ অনুষ্ঠান থাকছে এবারের ঈদ আয়োজনে। এর নাম ‘চিরদিনের রুনা’।

রুনা লায়লার সংগীতে হাতেখড়ি, গান শেখা, বিভিন্ন দেশে গান গাওয়ার অভিজ্ঞতাসহ শিল্পীজীবনের বিভিন্ন স্মৃতি উঠে এসেছে অনুষ্ঠানে। ‘চিরদিনের রুনা’ অনুষ্ঠানটি উপস্থাপনা ও পরিচালনা করেছেন কণ্ঠশিল্পী সোমনূর মনির কোনাল।  

জানা যায়, ‘চিরদিনের রুনা’ অনুষ্ঠানটি ঈদের সপ্তম দিন চ্যানেল আইতে রাত ৭টা ৫০ মিনিটে প্রচার হবে।  

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, জুন ৩০, ২০১৬
টিএস/এসও 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।