ঢাকা, বৃহস্পতিবার, ৯ শ্রাবণ ১৪৩২, ২৪ জুলাই ২০২৫, ২৮ মহররম ১৪৪৭

বিনোদন

উড়ছে কর্ণিয়ার ‘গাংচিল’ (ভিডিও)

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০২, জুন ২৫, ২০১৬
উড়ছে কর্ণিয়ার ‘গাংচিল’ (ভিডিও) কর্ণিয়া

‘প্রচন্ড গরম। বাতাসের সঙ্গে বালি উড়ে চোখে পড়ছিলো।

চোখ খুলে ঠিক মতো তাকাতে পারছিলাম না। টানা তিনদিন আমরা কক্সবাজারে কাজ করেছি। ’ নতুন মিউজিক ভিডিওটির শুটিংয়ের অভিজ্ঞতা জানাচ্ছিলেন কর্ণিয়া। ‘পাওয়ার ভয়েস’খ্যাত এই গায়িকার নতুন গান ও ভিডিও ‘গাংচিল’ এখন ইউটিউবে।

শিল্পী জানান, শনিবার (২৫ জুন) ইউটিউবে প্রকাশিত হয়েছে। এই  গানটির কথা, সুর ও সংগীত পরিচালনা করেছেন সেতু চৌধুরী। মিউজিক ভিডিও পরিচালনা করেছেন তানভীর খান। এটি প্রকাশ করেছেন গানচিল মিউজিক।

‘গাংচিল’ গানের ভিডিওটি নিয়ে কর্নিয়া বাংলানিউজকে জানান, সফট রকধাঁচের এই গানটির কথা ও সুরের সঙ্গে সামঞ্জস্য রেখে সহজ-সরলভাবে ভিডিও তৈরি করা হয়েছে। শুটিং হয়েছে কক্সবাজার ও ঢাকার বসুন্ধরার তিনশ’ ফিট এলাকায়। ব্যবহার করা হয়েছে ড্রোন।

কর্ণিয়ার সর্বশেষ মিউজিক ভিডিও প্রকাশ পায় গত বছর। আরফিন রুমির সুর-সংগীতে এর নাম ছিলো ‘হিরো’।

* কর্ণিয়ার ‘গাংচিল’ গানের ভিডিও:

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, জুন ২৫, ২০১৬
জেএমএস/এসও
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।