ঢাকা, বৃহস্পতিবার, ৯ শ্রাবণ ১৪৩২, ২৪ জুলাই ২০২৫, ২৮ মহররম ১৪৪৭

বিনোদন

নতুনভাবে আইয়ুব বাচ্চুর ‘মেয়ে’

জনি হক, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৪, জুন ২৫, ২০১৬
নতুনভাবে আইয়ুব বাচ্চুর ‘মেয়ে’ আইয়ুব বাচ্চু

‘মেয়ে তুমি কি দুঃখ চেনো, চেনো না
মেয়ে তুমি কি আকাশ চেনো, চেনো না
তবে চিনবে কেমন করে এই আমাকে...’

রক তারকা আইয়ুব বাচ্চুর কণ্ঠে জনপ্রিয় গান ‘মেয়ে’ নব্বই দশকের অডিও বাজারে ঝড় তুলেছিলো। বাংলা ব্যান্ড মিক্সড অ্যালবামগুলোর মধ্যে ‘মেয়ে’ অন্যতম।

১৯৯৬ সালের রোজার ঈদে প্রাইম অডিও থেকে প্রকাশিত হয় অ্যালবামটি। সে হিসাবে ২০ বছর পেরিয়েছে। এখনও এর আবেদন কমেনি।

দুই দশক পর গানটি নতুন আঙ্গিকে সাজালেন আইয়ুব বাচ্চু। রিমেকে গায়কী ও সংগীতায়োজনে নতুনত্ব এনেছেন তিনি। ম্যাগাজিন অনুষ্ঠান ‘পরিবর্তন’-এর জন্যই তার এই পরিবর্তন।

উপস্থাপক আনজাম মাসুদ বাংলানিউজকে বললেন, “বাচ্চু ভাই আমাদের সঙ্গে আলোচনা করেই গানটি রিমেক করেছেন। অনুষ্ঠানের নাম ‘পরিবর্তন’ বলেই তিনি গায়কী ও সংগীতে বদল এনে এটি উপস্থাপন করেছেন। ”

‘মেয়ে’ গানটি সুরকার আর সংগীত পরিচালক আইয়ুব বাচ্চু। এর কথা লিখেছেন নিয়াজ আহমেদ অংশু। বিটিভিতে ঈদের তৃতীয় দিন রাত সাড়ে ১০টায় প্রচার হবে ‘পরিবর্তন’।

বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, জুন ২৫, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।