ঢাকা, বুধবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

বিনোদন

পুত্রবধূ খুঁজছেন রণবীরের মা!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫৯, জুন ১৬, ২০১৬
পুত্রবধূ খুঁজছেন রণবীরের মা! রণবীর কাপুর ও নিতু কাপুর

এ বছরের শুরুর দিকে ক্যাটরিনা কাইফের সঙ্গে প্রেমের সম্পর্কের পাট চুকিয়েছেন বলিউড অভিনেতা রণবীর কাপুর। প্রেম থাকাকালীন একই ছাদের নীচে থাকতেন তারা।

এমনকি বছরের শেষে সাত পাঁকে বাঁধা কথা ছিলো এই জুটি। তবে এখন তাদের পথ আলাদা।  

ক্যাটের সঙ্গে বিচ্ছেদের পর ভারতি মালহোত্রা নামে দিল্লির এক মেয়ের সঙ্গেও রণবীরের প্রেমের গুঞ্জন ছড়িয়েছিলো। এখানেই শেষ নয়, বলিউড অভিনেত্রী কঙ্গনা রানৌতের সঙ্গে জড়িয়েছিলো তার নাম। এখন শোনা যাচ্ছে, ৩৪ বছর বয়সী এই অভিনেতার মা নিতু কাপুর ছেলের জন্য পাত্রী খুঁজছেন।

এ বিষয়ে নিতুর একটি ঘনিষ্ঠসূত্র বলেন, ‘রণবীর কাপুরের ব্যক্তিগত জীবন নিয়ে এতো বেশি চর্চা হওয়ায় খুশি নন বর্ষীয়ান এই অভিনেত্রী। এ কারণে তিনি চান রণবীর এখন বিয়ে করে সংসারী হোক। ইতিমধ্যে পাত্রী খুঁজছেন শুরু করে দিয়েছেন তিনি। তবে তিনি ছবির জগতের কেউ হবেন না বলেও জানিয়েছেন নিতু। ’

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, জুন ১৬, ২০১৬
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।