ঢাকা, বৃহস্পতিবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৪ জুলাই ২০২৫, ২৮ মহররম ১৪৪৭

বিনোদন

লন্ডনে শাহরুখ-পত্নীর সঙ্গে রণবীরের কেনাকাটা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:১২, জুন ১৫, ২০১৬
লন্ডনে শাহরুখ-পত্নীর সঙ্গে রণবীরের কেনাকাটা রণবীর কাপুর ও গৌরি খান

বলিউডের নামজাদা নির্মাতা করণ জোহরের জন্মদিনের অনুষ্ঠান হয়েছে লন্ডনে। গত মাসে আয়োজিত এই আনন্দযজ্ঞে অতিথি তালিকায় অনেকের মধ্যে ছিলেন সুপারস্টার শাহরুখ খানের অর্ধাঙ্গিনী গৌরি খান, মেগাস্টার অমিতাভ বচ্চনের কন্যা শ্বেতা নন্দা বচ্চন ও অভিনেতা রণবীর কাপুর।

একটি সূত্র জানিয়েছে, ব্রিটিশ রাজধানীতে গৌরি ও রণবীরকে একসঙ্গে কেনাকাটা করতে দেখা গেছে। ঘটনা কী? জানা গেছে, মুম্বাইয়ে পালি হিলে বাস্তু ভবনের সাত তলায় রণবীরের অ্যাপার্টমেন্টের অন্দরসজ্জার দায়িত্ব পালন করছেন গৌরি। সেজন্য কিছু শিল্পকর্ম ও ঘরের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র ঘুরে ঘুরে কিনেছেন দু'জনে।

অভিনেত্রী ক্যাটরিনা কাইফের সঙ্গে যে বাড়িতে থাকতেন তা প্রেম ভেঙে যাওয়ার পর ছেড়ে দিয়েছেন রণবীর। তিনি এখন দুটি পোষা কুকুরকে নিয়ে থাকছেন মুম্বাইয়ের দিওনারে দাদির বাংলোতে। এ বছরের সেপ্টেম্বরে নিজের অ্যাপার্টমেন্টে উঠবেন ৩৩ বছর বয়সী এই তারকা।

বাংলাদেশ সময়: ০১৫৭ ঘণ্টা, জুন ১৫, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।