ঢাকা, বৃহস্পতিবার, ৯ শ্রাবণ ১৪৩২, ২৪ জুলাই ২০২৫, ২৮ মহররম ১৪৪৭

বিনোদন

উৎসর্গ: তনু ও তনয়

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩৮, জুন ১৪, ২০১৬
উৎসর্গ: তনু ও তনয়

নাট্যকর্মী তনু ও তনয়কে উৎসর্গ করে এবং সাম্প্রতিক বর্বর হত্যাকান্ডের প্রতিবাদে নাটকের প্রদর্শনী করতে যাচ্ছে স্বপ্নদল। রাজধানীর সেগুনবাগিচার জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে ১৭ জুন (শুক্রবার) সন্ধ্যা সাড়ে ৭টায় দলটি প্রদর্শন করবে যুদ্ধবিরোধী প্রযোজনা ‘ত্রিংশ শতাব্দী’।

 

স্বপ্নদলের প্রধান সম্পাদক জাহিদ রিপন জানান, বাদল সরকারের মূল রচনা অবলম্বনে ‘ত্রিংশ শতাব্দী’র রূপান্তর ও নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। যুদ্ধোন্মাদনার বিরুদ্ধে শৈল্পিক প্রতিবাদ ‘ত্রিংশ শতাব্দী’র মূল কাহিনি।

দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে জাপানের হিরোশিমা-নাগাসাকিতে আনবিক বোমা বিস্ফোরণে বিষাদময় পরিণতি ঘটে। এর সমান্তরালে গুরুত্বের সঙ্গে উপস্থাপন করা হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বসনিয়া, আফগানিস্তান, পাকিস্তান-ভারত, ইরাকে আগ্রাসন, গাজার সাম্প্রতিক বর্বরতার চিত্রও।

নাটকটিতে অভিনয় করেছেন জুয়েনা শবনম, ফজলে রাব্বী সুকর্ন, সামাদ ভূঞা, শিশির সিকদার, আমজাদ শরীফ, মোস্তাফিজুর রহমান, মাধূরী বেপারী সুমি, জেবুননেসা, সাইদুল ইসলাম, রেজাউল মাওলা, মেহেদী রানা, তানভীর শেখ, জাহিদ রিপন প্রমুখ।

স্বপ্নদলের ‘ত্রিংশ শতাব্দী’ প্রযোজনাটি যুক্তরাজ্যের লন্ডনে ইউরোপের স্বনামখ্যাত নাট্যোৎসব ‘১৩তম এ সিজন অব বাংলা ড্রামা-২০১৫’, নয়াদিল্লির ন্যাশনাল স্কুল অব ড্রামা (এনএসডি)-তে এশিয়ার বৃহত্তম ও ভারতের মর্যাদাপূর্ণ রাষ্ট্রীয় নাট্যোৎসব ‘১৭তম ভারত রঙ মহোৎসব-২০১৫’, কলকাতার দমদমে ‘শম্ভু  মিত্র ও বিজন ভট্টাচার্য স্মৃতি আন্তর্জাতিক নাট্যোৎসব ২০১৬’-এর পাশাপাশি ভারতের বগুলা ও কল্যানীতে প্রশংসিত হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৮৩৬

এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।