ঢাকা, বৃহস্পতিবার, ৯ শ্রাবণ ১৪৩২, ২৪ জুলাই ২০২৫, ২৮ মহররম ১৪৪৭

বিনোদন

‘টাকা’ সমাচার 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৫, জুন ১৪, ২০১৬
‘টাকা’ সমাচার 

গ্রাম থেকে শহরে আসছেন এক নারী (সুবর্ণা মুস্তাফা)। তার সঙ্গে একটি ব্রিফকেস, টাকা ভর্তি সেই ব্রিফকেস।

পিছু নিয়েছে কিছু খারাপ লোক। এটা বুঝতে পেরে তিনি অাশ্রয় নেন আনিসুর রহমান মিলন ও নাবিলা দম্পতির সংসারে। এরপর কাহিনি মোড় নেয় অন্যদিকে।  

শফিকুর রহমান শান্তনুর রচনা ও সকাল আহমেদের পরিচালনায় ‘টাকা’ নাটকের গল্প এটি। আসছে ঈদে এটিএন বাংলায় প্রচার হবে নাটকটি।  

নাটকের শিল্পী নাবিলা বাংলানিউজকে বলেন, ‘শুরুতে যখন শুনলাম সুবর্ণা ম্যামের সঙ্গে কাজ করবো, তখন বেশ ভয় কাজ করছিলো। কিন্তু শুটিং শুরু হওয়ার পর ভয় কেটে গেছে। বরং মজা করেই কাজ করছি। ’

মঙ্গলবার (১৪ জুন) ‘টাকা’ নাটকের শুটিং শুরু হয়েছে উত্তরার একটি বাড়িতে। কাজ হবে রাজধানীর আরও কিছু স্থানে।  

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘন্টা, জুন ১৪, ২০১৬
টিএস/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।