ঢাকা, বৃহস্পতিবার, ৯ শ্রাবণ ১৪৩২, ২৪ জুলাই ২০২৫, ২৮ মহররম ১৪৪৭

বিনোদন

আয়শা মনিকা যখন মা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৪, জুন ১৪, ২০১৬
আয়শা মনিকা যখন মা

ছেলে প্রথমবারের মতো রোজা রেখেছে। এ নিয়ে ‍উচ্ছ্বসিত মা।

তাই ইফতারিতেও চাই বিশেষ আয়োজন। মা ইফতারসামগ্রী কিনেছেন ছেলেকে সঙ্গে নিয়ে। একটু পরই মাগরিবের আজান। রিকশায় চড়ে ঘরে ফিরছেন তারা। মা জোরে চালানোর জন্য তাগাদা দিলেন বৃদ্ধ রিকশাচালককে। বৃদ্ধ জানালেন- তিনি রোজা রেখেছেন, এ কারণে শরীর দুর্বল। এটা শুনে বিস্মিত ও বিষণ্ন হয়ে উঠলেন মা।

অভিনেত্রী আয়শা মনিকাকে পাওয়া গেলো এমন মায়ের ভূমিকায়। এটি একটি স্বল্পদৈর্ঘ্য ভিডিও। এর ব্যাপ্তি ১ মিনিট ৪৯ সেকেন্ড। রমজানে সুবিধাবঞ্চিত মানুষের ভালোভাবে ইফতার করার সুযোগ তৈরি করেছে ইউনিলিভারের নর ও পিউরইট। এরই প্রচারের অংশ হিসেবে তৈরি হয়েছে ভিডিওটি। এতে আয়শা মনিকার ছেলের চরিত্রে অভিনয় করেছেন দিলশান। এটি তৈরি করেছেন রেদওয়ান রনি।

মঙ্গলবার (১৪ জুন) দুপুরে আয়শা মনিকা বাংলানিউজকে বলেন, ‘কয়েকদিন আগে এর কাজ করেছি মোহাম্মদপুরের ইকবাল রোডে। সব মিলিয়ে কাজটি সময়োপযোগী। মানবিক কিংবা জনসচেতনতামূলক কাজের সঙ্গে সম্পৃক্ত থাকতে পেরে ভালো লাগছে। ’

বাংলাদেশ সময়: ১৪২৩ ঘন্টা, জুন ১৪, ২০১৬

টিএস/এসও/জেএইচ  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।