ঢাকা, বৃহস্পতিবার, ৯ শ্রাবণ ১৪৩২, ২৪ জুলাই ২০২৫, ২৮ মহররম ১৪৪৭

বিনোদন

এক ছবিতে কারিনা-সোনম

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১৩, জুন ১৪, ২০১৬
এক ছবিতে কারিনা-সোনম (বাঁ থেকে) কারিনা কাপুর খান ও সোনম কাপুর

অনিল কাপুর কন্যা রিয়া কাপুর ও জিতেন্দ্র কন্যা একতা কাপুর যৌথভাবে প্রযোজনা করছেন ‘ভিরে ডি ওয়েডিং’ নামের একটি ছবি। এতে একসঙ্গে অভিনয় করবেন বলিউডের দুই হেভিওয়েট অভিনেত্রী কারিনা কাপুর খান ও সোনম কাপুর।

তাদের সঙ্গে থাকছেন আরেক প্রশংসিত অভিনেত্রী সারা ভাস্কর ও উঠতি তারকা শিখা তালসানিয়া।  

ছবিটির চিত্রনাট্যে বিনোদনের মোড়কে সমকালীন ভারতীয় নারীদের আত্মানুসন্ধানের কথা তুলে ধরা হয়েছে। এমন গল্পের জন্য কারিনা ও সোনমের চেয়ে আর কারা ভালো অভিনয় করতে পারবেন! কারণ দু’জনই নারীর জয়গান গাওয়া হয়েছে এমন ছবিতে কাজ করেছেন সবশেষ। বেবো (কারিনার ডাকনাম) ‘কি অ্যান্ড কা’ আর সোনমকে দেখা গেছে ‘নীর্জা’য়।  

সোনমের বোন রিয়া এরই মধ্যে দিল্লিতে ছবিটির প্রস্তুতি শুরু করেছেন। এটি পরিচালনা করবেন শশাঙ্ক ঘোষ। দিল্লির পরের ধাপের কাজ করতে কারিনা-সোনমকে নিয়ে ইউনিট যাবে থাইল্যান্ডে।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, জুন ১৪, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।