ঢাকা, বৃহস্পতিবার, ৯ শ্রাবণ ১৪৩২, ২৪ জুলাই ২০২৫, ২৮ মহররম ১৪৪৭

বিনোদন

সিনেমা অ্যাওয়ার্ডসে 'বাহুবলী'র ১৩টি জয়

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৯, জুন ১৩, ২০১৬
সিনেমা অ্যাওয়ার্ডসে 'বাহুবলী'র ১৩টি জয়

ভারতে এক অনুষ্ঠানেই সেরা চলচ্চিত্রসহ ১৩টি পুরস্কার জিতলো 'বাহুবলী: দ্য বিগিনিং'। রোববার (১২ জুন) হায়দরাবাদে অনুষ্ঠিত সিনেমা অ্যাওয়ার্ডসের এবারের আসরে দেখা গেলো ছবিটির জয়জয়কার।

'বাহুবলী' পরিচালনার জন্য এসএস রাজামৌলি হয়েছেন সেরা পরিচালক। সেরা খল অভিনেতা রানা দাগ্গুবাতি ও সেরা পার্শ্ব অভিনেত্রী হয়েছেন রাম্য কৃষ্ণান, সত্যরাজ। এতে গান গাওয়ার জন্য সেরা গায়ক কার্তিক আর সেরা গায়িকা হয়েছেন রাম্য বেহারা।

এ ছাড়া শিল্প নির্দেশনা, ভিএফএক্স, চিত্রগ্রহণ, সম্পাদনা (যৌথভাবে 'শ্রীমানথুডু'র সঙ্গে), মারামারি, নৃত্য পরিচালনা বিভাগেও সেরা ছবিটি। জুরিদের চোখে সেরা সংগীত পরিচালক হয়েছেন 'বাহুবলী'র এমএম কিরাবানি।  

'বাহুবলী'তে আরও অভিনয় করেছেন প্রভাস, তামান্না ভাটিয়া, আনুশকা শেঠি। আগামী বছরের ১৪ এপ্রিল মুক্তি পাবে ছবিটির পরের পর্ব 'বাহুবলী: দ্য কনক্লুশন'।

বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা, জুন ১৩, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।