ঢাকা, বৃহস্পতিবার, ৯ শ্রাবণ ১৪৩২, ২৪ জুলাই ২০২৫, ২৮ মহররম ১৪৪৭

বিনোদন

আনুশকাকে চমকে দিলেন বিরাট

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৯, জুন ১৩, ২০১৬
আনুশকাকে চমকে দিলেন বিরাট

প্রেমের ফুল আবার ফুটেছে! ভারতের ক্রিকেটার বিরাট কোহলি ও বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার কথিত বিচ্ছেদের নানা গুঞ্জনের পর আবার তাদের প্রেমের হাওয়া বইছে।

কিছুদিন আগে আনুশকাকে বিদায় জানাতে বিমানবন্দর পর্যন্ত এসেছিলেন বিরাট।

একইভাবে বুদাপেস্ট থেকে ফিরে দিল্লিতে গিয়ে বিরাটের মা-বাবার সঙ্গে দেখা করেছেন ২৮ বছর বয়সী এই অভিনেত্রী। তাদের পুনর্মিলন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিস্তর কথাবার্তা হচ্ছে।

এবার ইন্ডিয়া ডটকম জানালো, আনুশকার নতুন ছবি ‘ফিলাউরি’র দৃশ্যধারণ চলাকালে সেখানে হাজির হয়ে তাকে চমকে দিয়েছেন বিরাট। সেটে বসে একান্তে বেশকিছু সময় কাটিয়েছেন দু'জনে। ২৭ বছর বয়সী বিরাট বরাবরই প্রেমিক হিসেবে নিজের জাত প্রমাণ করেছেন। এজন্য প্রশংসাও কুড়ান তিনি।

বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, জুন ১৩, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।