ঢাকা, বৃহস্পতিবার, ৯ শ্রাবণ ১৪৩২, ২৪ জুলাই ২০২৫, ২৮ মহররম ১৪৪৭

বিনোদন

ঈদে অস্ট্রেলিয়ায় শুভর ছবি 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫৪, জুন ১৩, ২০১৬
ঈদে অস্ট্রেলিয়ায় শুভর ছবি  ‘মুসাফির’ ছবির পোস্টার

আরিফিন শুভ অভিনীত ছবির দর্শকচাহিদা বাড়ছে বিদেশের মাটিতে। বাণিজ্যিক ছবির নায়ক হিসেবে প্রবাসী বাংলাদেশিদের কাছে তিনি গ্রহণযোগ্যতা তৈরি করতে সক্ষম হচ্ছেন।

এরই ধারাবাহিকতায় আসছে ঈদে অস্ট্রেলিয়ায় মুক্তি পাচ্ছে শুভর আলোচিত ছবি ‘মুসাফির’।

‘ছুঁয়ে দিলে মন’ ও ‘অস্তিত্ব’ ছবি দুটির মাধ্যমে প্রবাসী দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন শুভ। কারণ এই ছবিগুলো কয়েকটি দেশে বাণিজ্যিকভাবে মুক্তি পেয়েছে। এরই অংশ হলো ‘মুসাফির’।

এখন কলকাতায় চলছে সদ্য মুক্তিপ্রাপ্ত শুভ-জলি জুটির ‘নিয়তি’ ছবিটি। এটি দেশে মুক্তি পাবে ঈদুল ফিতরের পর। সময়ের ব্যস্ততম এই নায়কের ‘মুসাফির’ ঈদে দেখবেন অস্ট্রেলিয়ার প্রবাসীরা। এর আগে আগামী জুলাইয়ে কানাডার সিনেমা হলে মুক্তি পাবে শুভ ও মারজান জেনিফা অভিনীত ছবিটি।      

‘মুসাফির’- এর পরিচালক আশিকুর রহমান জানান, ‘দেশের ছবি সীমানা অতিক্রম করতে শুরু করেছে। এটা সুখবর। আমার ছবি সেই তালিকায় আছে। এটা বড় প্রাপ্তি। ’

বাংলাদেশ সময়: ১১৫৩ ঘণ্টা, জুন ১৩, ২০১৬
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।