ঢাকা, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

বিনোদন

‘প্রিয় মানুষটি, সুস্থ হয়ে উঠুন তাড়াতাড়ি’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২২, জুন ১২, ২০১৬
‘প্রিয় মানুষটি, সুস্থ হয়ে উঠুন তাড়াতাড়ি’

সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক ফুসফুসের জটিলতায় আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ। উন্নত চিকিৎসার জন্য তিনি এখন লন্ডনে।

তার সুস্থতা কামনা করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শুভকামনা জানাচ্ছেন অনেকে।

এসবের মধ্যে আলাদাভাবে নজর কেড়েছে জনপ্রিয় সংগীত পরিচালক প্রিন্স মাহমুদের কিছু কথা। তিনি লিখেছেন-
“সৈয়দ শামসুল হক
প্রবাদতুল্য মানুষটি,
আছেন কবিতা-নাটক, গল্প-উপন্যাসসহ সাহিত্যের সমস্ত জায়গা জুড়ে।
‘চেলচেলাইয়া চলে পিনিশ, ডুইবা গেলেই ভুস। হায়রে মানুষ, রঙিন ফানুস
দম ফুরাইলেই ঠুস’ এমন উপলব্ধি- চিত্রকল্প, ছন্দ ও অন্ত্যমিলে উজাড়
গানের মানুষটি, কেমন আছেন?
প্রিয় মানুষটি,
সুস্থ হয়ে উঠুন তাড়াতাড়ি,
প্রার্থনায় আপনি সবসময়ই আছেন...”

কবিতা, উপন্যাস, নাটক, ছোটগল্প তথা সাহিত্যের সব শাখায় সাবলীল পদচারণা করে যাওয়া সৈয়দ শামসুল হক বাংলা একাডেমি পুরস্কার (১৯৬৬) ও একুশে পদকসহ (১৯৮৪) অনেক পুরস্কারে ভূষিত হয়েছেন। তার জন্য বাংলানিউজ পরিবারের শুভকামনা রইলো।  

বাংলাদেশ সময় : ১৪১৮ ঘণ্টা, জুন ১২, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।