ঢাকা, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

বিনোদন

বিপাশার নতুন বন্ধু

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০২, জুন ১২, ২০১৬
বিপাশার নতুন বন্ধু বিপাশা বসু

সংসার ও স্বামীকে নিয়ে এখন ব্যস্ত সময় পার করছেন বিপাশা বসু। গত ৩০ এপ্রিল দীর্ঘদিনের প্রেমিক করণ সিং গ্রোভারের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন বলিউডের এই অভিনেত্রী।

কিছুদিন আগে মালদ্বিপে মধুচন্দ্রিমা পালন করে এসেছেন এই জুটি।

দাম্পত্য জীবনও খ‍ুব ভালোভাবে কাটছে বলেই মিডিয়ার সামনে দাবি করেছিলেন এই দম্পতি। কিন্তু এ কি বিপাশার জীবনে করণ ছাড়াও না-কি আরও একজন বন্ধু রয়েছে। এমনটা নিজেই স্বীকার করেছেন তিনি।  

সম্প্রতি ছবি শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে একটি স্থিরচিত্র শেয়ার করেছেন এই বাঙালি কন্যা, যেখানে দেখা যাচ্ছে, কানে ও হাতে হীরার অলংকার পরে আছেন ৩৭ বছর বয়সী এই অভিনেত্রী। এর ক্যাপশনে ‘রাজ’খ্যাত এই তারকা লিখেছেন, ‘আমার নতুন বন্ধু ডায়মন্ড এর সঙ্গে। ’

বাংলাদেশ সময়: ১০৫৫ ঘণ্টা, জুন ১২, ২০১৬
জেএম/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।