ঢাকা, বৃহস্পতিবার, ৯ শ্রাবণ ১৪৩২, ২৪ জুলাই ২০২৫, ২৮ মহররম ১৪৪৭

বিনোদন

সবাইকে হটিয়ে শীর্ষে ‘হাউজফুল থ্রি’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২৪, জুন ৭, ২০১৬
সবাইকে হটিয়ে শীর্ষে ‘হাউজফুল থ্রি’

‘হাউজফুল’ সিরিজের তৃতীয় ছবি ‘হাউজফুল থ্রি’  প্রেক্ষাগৃহে এসেছে গত ৩ জুন। চলতি বছরের হিসাবে মুক্তির প্রথম সপ্তাহে সবচেয়ে বেশি ব্যবসা করা ছবির তালিকায় এক নম্বরে উঠে গেছে এটি।

 

সাজিদ-ফরহান পরিচালিত ছবিটিতে তারকার অভাব নেই! অক্ষয় কুমার, অভিষেক বচ্চন, রিতেশ দেশমুখ, জ্যাকুলিন ফার্নান্দেজ, নার্গিস ফাখরি ও লিসা হেডন- সবাই অভিনয় করেছেন এই এক ছবিতে। তাদের জনপ্রিয়তার সুবাদে বক্স অফিসে ভালো ব্যবসা করছে ‘হাউজফুল থ্রি’।  

বক্স অফিস রিপোর্ট অনুযায়ী, ‘হাউজফুল থ্রি’ আয় করেছে ৫৩ কোটি ৩১ লাখ রুপি। ৫২ কোটি ৩৫ লাখ রুপি আয় করে দুই নম্বরে আছে শাহরুখ খানের ‘ফ্যান’। এর পরেই আছে যথাক্রমে ‘এয়ালিফট’ (৪৪ কোটি ৩ লাখ), ‘বাঘি’ (৩৮ কোটি ৫৮ লাখ), ‘কাপুর অ্যান্ড সানস’ (২৬ কোটি ৩৫ লাখ), ‘কি অ্যান্ড কা’ (২৫ কোটি ২৩ লাখ), ‘ঘায়েল ওয়ান্স অ্যাগেইন’ (২৩ কোটি ২৫ লাখ), ‘নীর্জা’ (২২ কোটি ১ লাখ), ‘ওয়াজির’ (২১ কোটি ১ লাখ) এবং ‘আজহার’ (২০ কোটি ৮ লাখ)।

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, জুন ০৭, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।