ঢাকা, বৃহস্পতিবার, ৯ শ্রাবণ ১৪৩২, ২৪ জুলাই ২০২৫, ২৮ মহররম ১৪৪৭

বিনোদন

সাইবার ক্রাইম নিয়ে বাপ্পির ছবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২২, জুন ৭, ২০১৬
সাইবার ক্রাইম নিয়ে বাপ্পির ছবি রাফিয়া তিশা ও বাপ্পি

বিশ্বজুড়ে বেড়েছে সাইবার ক্রাইম। বাংলাদেশেও এর প্রভাব পড়েছে।

বেড়েছে ভয়াবহতা। এ ব্যাপারে সামাজিক সচেতনতা তৈরির উদ্দেশে তৈরি হচ্ছে একটি চলচ্চিত্র। ‘গোপন সংকেত’ নামের ছবিটিতে অভিনয় করবেন বাপ্পি। এতে তার নায়িকা নবগতা রাফিয়া তিশা।

বাপ্পি বাংলানিউজকে জানান, ছবিটির গল্প তার বেশ পছন্দের। তার চরিত্রটিও চ্যালেঞ্জিং। কাহিনির নতুনত্ব ছবিটির বড় যোগ্যতা। বাপ্পি মনে করেন, ‘গোপন সংকেত’ তার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করবে।  

ছবিটি পরিচালনা করবেন তাজুল ইসলাম। চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন ছটকু আহমেদ। বাপ্পি-রাফিয়ার পাশাপাশি এতে থাকছেন অমিত হাসান, সিয়াম খান,  মৌমিতা, রেহানা জলি, এলভিন, হারলিন, টুটুল ও রোহান। পিকক মাল্টিমিডিয়ার প্রযোজনায় সিনেমাটির সার্বিক তত্ত্বাবধানে আছেন জিয়াউদ্দিন খান।  

‘গোপন সংকেত’ ছবির সব গানের সংগীত পরিচালনা করছেন আহাম্মেদ হুমায়ূন। এরই মধ্যে একটি গান তৈরি হয়েছে।  পরিচালক জানান, খুব শিগগিরই ছবিটির দৃশ্যধারণ শুরু হবে।  

এদিকে বাপ্পি দ্বিতীয়বারের মতো অভিনয় করছেন মিমের বিপরীতে। অনন্য মামুন টিমের ‘আমি তোমার হতে চাই’ ছবিটির দৃশ্যধারণ শুরু হবে এ সপ্তাহে। এতে বাপ্পি হাজির হচ্ছেন গ্যাংস্টার চরিত্রে। আর মিম থাকছেন রহস্যময় এক তরুনীর ভূমিকায়।  

বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, জুন ০৭, ২০১৬
এসও
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।