ঢাকা, বৃহস্পতিবার, ৯ শ্রাবণ ১৪৩২, ২৪ জুলাই ২০২৫, ২৮ মহররম ১৪৪৭

বিনোদন

ওড়না দিয়ে পেট লুকাচ্ছেন কারিনা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৩২, জুন ৭, ২০১৬
ওড়না দিয়ে পেট লুকাচ্ছেন কারিনা কারিনা কাপুর খান

বলিউড মহলে এখন জোর গুঞ্জন চলছে কারিনা কাপুর খান মা হতে যাচ্ছেন। এই বিষয়ে কারিনা ও তার স্বামী সাইফ আলি খান আনুষ্ঠানিকভাবে এখনও কোনো ঘোষণা দেননি।

তারপরও এই বিষয় নিয়ে কানকথা থেমে নেই।

ইউনিসেফ আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বলিউডের এই অভিনেত্রী। সে সময় তার পরনে ছিলো প্রিন্টের আনারকলি। তবে তার যে বিষয়টি সবার নজর কেড়েছে সেটি হলো, পুরো অনুষ্ঠান জুড়ে ওড়না দিয়ে বাম হাতের সাহায্যে নিজের বেবি বাম্প (গর্ভাবস্থা) লুকিয়ে রাখার চেষ্টা করছিলেন ৩৫ বছর বয়সী এই অভিনেত্রী। এ ছাড়া তার ধীরে ধীরে হাঁটা-চলা ও চেয়ার থেকে ওঠার ভঙ্গিতেও না-কি মনে হচ্ছিলো তিনি গর্ভবতী।

এখানেই শেষ নয়, অনুষ্ঠানে মেয়েদের সঙ্গে খেলতে গিয়ে নিজের প্রতি বেশ সচেতন ছিলেন বেবো (কারিনার ডাকনাম)। সে সময় নিচের দিকে ঝুঁকতেও নারাজি ছিলেন তিনি। এতে মনে করা হচ্ছে, সম্ভবত কোনো সুসংবাদ শুনতে যাচ্ছেন কারিনার ভক্তরা।

বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, জুন ০৭, ২০১৬
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।