ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

বিনোদন

বিচারকের আসনে জ্যাকুলিন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২৫, জুন ৫, ২০১৬
বিচারকের আসনে জ্যাকুলিন জ্যাকুলিন ফার্নান্দেজ

রূপালি পর্দায় রূপের জাদু ছড়িয়ে যাচ্ছেন বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। এবার টিভি পর্দায়ও দৃষ্টি দিয়েছেন তিনি।

নাচের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘ঝলক দিখলা জা’য় বিচারকের দায়িত্ব পালন করবেন শ্রীলঙ্কান এই সুন্দরী।

গত ৩ জুন মুম্বাইয়ের একটি স্টুডিওতে অনুষ্ঠানের প্রোমোর চিত্রায়ন হয়েছে জ্যাকুলিনকে নিয়ে। ‘ঝলক দিখলা জা’র নবম আসরে ৩০ বছর বয়সী এই অভিনেত্রীর পাশাপাশি বিচারকের আসনে থাকবেন নির্মাতা করণ জোহর ও নৃত্য পরিচালক গণেশ হেগড়ে।

আগামী মাস থেকে কালারস চ্যানেলে প্রচার হবে ‘ঝলক দিখলা জা’। এ বছর প্রতিযোগীদের মধ্যে রয়েছে হেলি শাহ, কারিশমা তান্না, শক্তি অরোরা, অর্জুন বিজলানি, সিদ্ধার্থ নিগাম ও সোনালি রাউত।

গত বছর মাধুরী দীক্ষিতকে সরিয়ে এ অনুষ্ঠানের বিচারক করা হয়েছিলো বলিউড অভিনেতা শহিদ কাপুরকে। কিন্তু প্রত্যাশিত টিআরপি না আসায় তার পরিবর্তে নেওয়া হলো জ্যাকুলিনকে।  

এদিকে শিগগিরই ‘ব্যাং ব্যাং’ ছবির সিক্যুয়েলের কাজ করতে যুক্তরাষ্ট্রের মায়ামির উদ্দেশে উড়াল দেবেন জ্যাকুলিন। এতে তার সহশিল্পী সিদ্ধার্থ মালহোত্রা।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, জুন ০৫, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।