ঢাকা, বৃহস্পতিবার, ৯ শ্রাবণ ১৪৩২, ২৪ জুলাই ২০২৫, ২৮ মহররম ১৪৪৭

বিনোদন

শিশু হাসপাতালে সেলেনা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১৫, জুন ১, ২০১৬
শিশু হাসপাতালে সেলেনা সেলেনা গোমেজ

যুক্তরাষ্ট্রের বোস্টন চিলড্রেন হাসপাতালে গিয়েছিলেন সেলেনা গোমেজ। উদ্দেশ্য, অসুস্থ শিশুদের সঙ্গে সময় কাটানো।

মার্কিন এই গায়িকার হাসিমাখা মুখ দেখে শিশুরাও যেন ভালো লাগা খুঁজে পেলো। সেলেনা পুরো দিন কাটিয়ে দিলেন হাসপাতালেই, শিশুদের গানও শোনালেন।

প্রাক্তন এই ডিজনি তারকা বোস্টনের টিডি গার্ডেনে রিভাইভাল ট্যুরে অংশ নিতে গিয়েছিলেন। আর সে সময় ওই অসুস্থ বাচ্চাদের সঙ্গে দেখা করেন তিনি। এ সময় শিশুদের উদ্দেশ্যে ২৩ বছর বয়সী এই গায়িকা বলেন, ‘আমার এখানে একটি শো আছে। আমি সবসময় সফরের মধ্যেই থাকি। আজ আমার ছুটির দিন ছিলো। এ কারণে এখানে এসেছি, তোমাদের আনন্দ ভাগাভাগি করে নিতে। ’

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, জুন ১, ২০১৬
জেএম/বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।