ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

বিনোদন

‘প্রীতিলতা’ ছবিতে বিবি রাসেল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫২, জুন ১, ২০১৬
‘প্রীতিলতা’ ছবিতে বিবি রাসেল বিবি রাসেল

চট্টগ্রামের মেয়ে প্রীতিলতা  ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম নারী মুক্তিযোদ্ধা ও প্রথম বিপ্লবী নারী শহীদ ব্যক্তিত্ব। এই কিংবদন্তির জীবনের গল্প নিয়ে তৈরি হচ্ছে চলচ্চিত্র।

অভিনয়শিল্পী চূড়ান্ত না হলেও ছবিটির সঙ্গে যুক্ত হয়েছেন দেশের ফ্যাশন আইকন বিবি রাসেল। ‘প্রীতিলতা’ ছবির কস্টিউম ডিজাইন করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই শিল্পী।  

চলচ্চিত্রটির সঙ্গে যুক্ত হওয়া প্রসঙ্গে বিবি রাসেল বলেন, 'এটা খুবই ভালো একটি কাজ হতে যাচ্ছে। আর আমি নিজেও চট্টগ্রামের মেয়ে। প্রীতিলতা সংগ্রামী নারীর প্রতিনিধিত্বকারী একটি চরিত্র। এতে কস্টিউমের খুব গুরুত্বপূর্ণ কাজ আছে। '

‘প্রীতিলতা’র চিত্রনাট্য ও সংলাপ লিখছেন গোলাম রাব্বানী। পূণ্য ফিল্মের ব্যানারে এটি নির্মাণ করবেন রাশিদ পলাশ। আগামী সেপ্টেম্বরে ‘প্রীতিলতা’র দৃশ্যধারণ ‍শুরু হওয়ার কথা।

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, জুন ০১, ২০১৬
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।