ঢাকা, বুধবার, ৩১ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

বিনোদন

৮০ প্রেক্ষাগৃহে শুভ-তিশা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২০, মে ৬, ২০১৬
৮০ প্রেক্ষাগৃহে শুভ-তিশা  আরিফিন শুভ ও নুসরাত ইমরোজ তিশা

আরিফিন শুভ ও নুসরাত ইমরোজ তিশা জুটির আলোচিত চলচ্চিত্র ‘অস্তিত্ব’ এখন দর্শকের সামনে। শুক্রবার (৬ মে) ঢাকাসহ দেশের ৮০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এটি।

অনন্য মামুন পরিচালিত ছবিটির প্রচারে দৃষ্টি কেড়েছেন শুভ ও তিশা। এরই ধারাবাহিকতায় মুক্তির প্রথম দিনে রাজধানীর কয়েকটি প্রেক্ষাগৃহে যাচ্ছেন তারা। ‘অস্তিত্ব’র প্রচারণায় একইভাবে সপ্তাহজুড়ে দর্শকের কাছাকাছি থাকবেন দু’জনে।

রাজধানীর বলাকা প্রেক্ষাগৃহে ‘অস্তিত্ব’র মর্নিং শোর রিপোর্ট পেয়ে উচ্ছ্বসিত নির্মাতা। তার দাবি, সকালবেলাতেই দর্শক সমাগমের এমন চিত্র কয়েক বছর ধরে বিরল।

অনন্য মামুন ও সোমেশ্বর অলির যৌথ চিত্রনাট্যে মানবিক গল্পের ছবিটি প্রযোজনা করেছেন কার্লোস সালেহ। এতে আরও আছেন সুচরিতা, সুব্রত, জোভান, সৌমি, ডন প্রমুখ। ‘অস্তিত্ব’র জন্য গান তৈরি করেছেন ইবরার টিপু, প্রীতম হাসান ও নাভেদ পারভেজ।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, মে ০৬, ২০১৬
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।