ঢাকা, বুধবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

বিনোদন

অ্যাম্বারের যমজ সন্তানের বাবা কি ইলন মাস্ক?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩৬, মে ১৩, ২০২৫
অ্যাম্বারের যমজ সন্তানের বাবা কি ইলন মাস্ক? অ্যাম্বার হার্ড-ইলন মাস্ক

জনি ডেপের সঙ্গে বিচ্ছেদের পর বিরহেই দিন কাটাচ্ছিলেন অভিনেত্রী অ্যাম্বার হার্ড। তবে সেই বিষাদকে আনন্দে রূপ দিয়ে আবারও আলোচনার কেন্দ্রে হলিউডের এই অভিনেত্রী।

তিনি এবার খবরে এসেছেন মাতৃত্বের মহিমা নিয়ে।

‘অ্যাকুয়াম্যান’ খ্যাত জনপ্রিয় এই অভিনেত্রী একসঙ্গে দুই নবজাতকের মা হয়েছেন। মা দিবসের পোস্ট করা দুটি ছোট্ট পায়ের ছবি যেন জানিয়ে দিল, তার জীবনে এসেছে এক পুত্র এবং এক কন্যা।

ছবিগুলোর সঙ্গে দীর্ঘ পোস্টে নিজের অনুভূতির কথা জানালেও কোথাও তার যমজ সন্তানদের বাবার নাম প্রকাশ করেননি অভিনেত্রী। তাই এ নিয়ে ভক্তদের কৌতুহল যেন আরো বেড়ে গেছে বহুগুন।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে, অ্যাম্বারের সন্তান জন্মদানের খবরে যে নামটি সর্বাধিক উচ্চারিত হচ্ছে সেটি ইলন মাস্ক। বিশ্বের অন্যতম সেরা এ ধনীই অ্যাম্বারের সন্তানদের পিতা, এমনটাই দাবি করছেন নেটিজেনরা। কারণ অ্যাম্বার ও ইলন মাস্কের সম্পর্ক ছিল একসময়ের বেশ আলোচিত অধ্যায়।

২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত সম্পর্কে ছিলেন অ্যাম্বার ও ইলন। এরপর ২০২২ সালে একটি ব্রিটিশ ট্যাবলয়েড ‘ডেইলি মেইল’-এ প্রকাশিত হয়, অ্যাম্বার ও ইলন নাকি একসময় একসঙ্গে সন্তান নেওয়ার পরিকল্পনা করেছিলেন এবং সে সময় কিছু এম্ব্রিও সংরক্ষণ করা হয়েছিল। সেই রিপোর্ট অনুযায়ী, সম্পর্ক ভেঙে যাওয়ার পর ইলন মাস্ক চাইতেন এগুলো ধ্বংস করে দেওয়া হোক, কিন্তু অ্যাম্বার তা রাখতে চেয়েছিলেন। যদিও বিষয়টি নিয়ে কখনোই তারা প্রকাশ্যে কিছু বলেননি।  

অ্যাম্বারের সর্বশেষ কন্যা যার জন্ম চার বছর আগে, সেই সন্তানের বাবার পরিচয়ও এখনও প্রকাশ করেননি অ্যাম্বার।

সাবেক স্বামী জনি ডিপের সঙ্গে মামলায় হেরে বর্তমানে স্পেনে স্থানান্তরিত হয়েছেন এ অভিনেত্রী। সেখানে একাই আছেন সন্তানদের নিয়ে। সিঙ্গেল মা হিসেবে অ্যাম্বার প্রশংসিত। তাই সদ্য জন্ম নেওয়া দুই যমজ সন্তানের বাবার পরিচয়ও প্রকাশ করবেন কিনা অভিনেত্রী, সেই ধোঁয়াশাও থেকেই যাচ্ছে।  

এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।