ঢাকা, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

বিনোদন

স্বামীর কাছে থাকা প্রতিটি মুহূর্ত জাদু: মিম

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩৫, মে ১৩, ২০২৫
স্বামীর কাছে থাকা প্রতিটি মুহূর্ত জাদু: মিম

কাজের বাইরে সময় পেলে চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম ও তার স্বামী সনি পোদ্দার একত্রে ঘুরে বেড়ান দেশ-বিদেশ। স্বামীকে নিয়ে নানা সময়ই উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি।

তবে এবার একটু অন্য রকম বিশেষণে বিশেষায়িত করলেন। সনি পোদ্দারকে নিয়ে বললেন, ‘তোমার সাথে থাকা প্রতিটি মুহূর্ত জাদুর। ’

দুজনের দুটি একত্রে থাকা ছবি দিয়েছেন। এরপর জুড়ে দিয়েছেন এই ক্যাপশন। স্বাভাবিকভাবেই বোঝা যায় দুজনের দাম্পত্য জীবন খুবই চমৎকার কাটছে। নেটিজেনরাও দুজনের আনন্দময় মুহূর্তকে উপভোগ করছেন।

একজন লিখেছেন, ‘আপু এবং ভাইয়া খুব চমৎকার সবার জন্য দাওয়াত রইল। ’ আরেকজন লিখেছেন, ‘অনেক সুন্দর মুহূর্ত!’ অজস্রজন জানিয়েছেন শুভেচ্ছা ও শুভ কামনা।  

বিদ্যা সিনহা মিম ২০০৭ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী হয়ে বিনোদন জগতে পা রাখেন। এরপর থেকে ছোট ও বড় পর্দায় কাজ করে যাচ্ছেন।  

মিম অভিনীত সর্বশেষ ব্যবসাসফল সিনেমা ‘পরাণ’। এরপর ‘দামাল’ ও ‘অন্তর্জাল’ মুক্তি পায়। এখনও বেশ কয়েকটি নতুন সিনেমার প্রজেক্ট নিয়ে কথা হচ্ছে বলেও জানালেন তিনি। শিগগিরই আসবে সেইসব সিনেমার ঘোষণা।

বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২৫
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।