ঢাকা, বুধবার, ৩১ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

বিনোদন

‘মিলন মেলা’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২০, মে ১, ২০১৬
‘মিলন মেলা’

‘আমার একটি কথা’, ‘অনেক কথা যাও যে বলে’, ‘হার মানা হার পরাবো’, ‘তুমি যেওনা এখনি’, ‘যখন ভাঙলো মিলন মেলা’- রবীন্দ্রনাথ ঠাকুরের এমন ৯টি জনপ্রিয় গান নিয়ে একক অ্যালবাম সাজিয়েছেন প্রবীণ শিল্পী মকবুল হোসেন। এর সংগীত পরিচালনা করেছেন কলকাতার দুর্বাদল চট্টপাধ্যায়।

 

শনিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় ধানমন্ডি ছায়ানট মিলনায়তনে অ্যালবামটির মোড়ক উন্মোচন করেন বিশিষ্ট রাজনীতিবিদ নূহ-উল-আলম লেনিন, সাংস্কৃতিক ও নাট্যব্যক্তিত্ব নাসিরউদ্দীন ইউসুফ, রবীন্দ্রসংগীত শিল্পী তপন মাহমুদ ও নারীনেত্রী মুক্তিযোদ্ধা কাজী রোকেয়া সুলতানাসহ অনেকে।  

অ্যালবামটি বাজারে এনেছে লেজার ভিশন। ‘মিলন মেলা’র প্রকাশনা অনুষ্ঠানে আরও ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এ কে এম আরিফুর রহমান ও ব্যবস্থাপনা পরিচালক মাজহারুল ইসলাম।  

বাংলাদেশ সময় : ২০১৪ ঘণ্টা, মে ০১, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।