ঢাকা, বুধবার, ৩১ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

বিনোদন

লাল বেনারসীতে সাজবেন বিপাশা!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৭, এপ্রিল ২৯, ২০১৬
লাল বেনারসীতে সাজবেন বিপাশা!

আজ তার আইবুড়োভাত। রাত পোহালেই বাজবে বিয়ের সানাই।

মুম্বাইয়ের বসু পরিবারে এখন তুমুল ব্যস্তত‍া। এর মধ্যেই হবু বর-কনে বিপাশা বসু ও করণ সিংহ গ্রোভারের নানা মুডের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করছেন বিপাশার বন্ধু ড্যানি পাণ্ডে। কিন্তু কোন পোশাকে সাজবেন কনে তা এখনও অজানা।

কেউ বলছেন, লাল টুকটুকে বেনারসী পড়বেন এই বাঙালি তনয়া আবার কোনও কোনও মহলের মতে ভারি জরির অ্যামব্রয়ডারি করা লেহেঙ্গায় বিয়ের মন্ডপে হাজির হবেন বিপস।

জুহুর ক্লাবে আজ বিকেলে বসবে ৩৭ বছর বয়সী এই অভিনেত্রীর সঙ্গীত আসর। সকালে নিজের বাড়িতে হয়েছে হলুদ কোটার অনুষ্ঠান। আগামীকাল বাঙালি রীতি মেনে হবে বিপাশা-করণের বিয়ে। ওইদিন সন্ধ্যাবেলা অনুষ্ঠিত হবে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান। এখানে উপস্থিত থাকবেন শুধু দুই পরিবার ও ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব।

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৬
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।