ঢাকা, বুধবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

বিনোদন

জালাল এবার বোকাবাক্সে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫১, এপ্রিল ১৩, ২০১৬
জালাল এবার বোকাবাক্সে

দেশ-বিদেশের দর্শকের কাছে প্রশংসিত ও পুরস্কৃত চলচ্চিত্র ‘জালালের গল্প’। বিভিন্ন উৎসবে এটি দেখানো হয়েছে বড়পর্দায়।

এবার ছোটপর্দার দর্শকেরাও দেখতে পাবেন জালালকে।   

ছবিটির পরিচালক আবু শাহেদ ইমন জানান, পহেলা বৈশাখ উপলক্ষে টিভিতে ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হচ্ছে। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) দুপুর ২টা ৩০ মিনিটে ছবিটি দেখানো হবে চ্যানেল আইতে।  

ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের চলচ্চিত্রটি মুক্তির আগেই অর্জন করে পর্তুগালে অনুষ্ঠিত ১৯তম আভাঙ্কা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ ছবির পুরস্কার। পরে বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে প্রশংসিত হয় এটি।

ছবিটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, মৌসুমী হামিদ, তৌকীর আহমেদ, শর্মীমালা, নূরে আলম নয়ন, মিতালি দাশ, ফজলুল হক, আহমেদ গিয়াস প্রমুখ। ‘জালালের গল্প’র নাম ভূমিকায় অভিনয় করেছে নবাগত মোহাম্মদ ইমন ও আরাফাত রহমান। সংগীত পরিচালনা করেছে চিরকুট।  

বাংলাদেশ সময়: ১১২৭ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৬
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।