ঢাকা, বুধবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

বিনোদন

শহিদের বাবা হওয়ার খবর প্রথম জেনেছেন কারিনা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৭, এপ্রিল ১২, ২০১৬
শহিদের বাবা হওয়ার খবর প্রথম জেনেছেন কারিনা শহিদ কাপুর ও কারিনা কাপুর খান

শহিদ কাপুর ও কারিনা কাপুর খানের মধ্যে প্রেমের সম্পর্ক ছিলো এ কথা কারও অজানা নয়। কারিনার সঙ্গে নয়, জীবনের নতুন অধ্যায় মীরা রাজপুতকে নিয়ে শুরু করতে চেয়েছিলেন শহিদ।

কিন্তু এ কারণে বিন্দু পরিমাণ কষ্ট পাননি কারিনা। কেননা বলিউডের এই অভিনেতার সাত পাঁকে বাঁধা পরার অনেক আগেই সাইফ আলি খানকে বিয়ে করেছিলেন কারিনা।

এসব পুরাতন খবর। নতুন খবর হলো, শহিদ বাবা হতে যাচ্ছে এ কথ‍া সকলের জানা। কিন্তু এ বিষয়টি সবার আগে যিনি জেনেছেন তিনি হলো বেবো (কারিনার ডাকনাম)। কারণ, ৩৫ বছর বয়সী এই অভিনেতা ও কারিনার স্বামী সাইফ বিশাল ভরদ্বাজের ‘রেঙ্গুন’-এ  একসঙ্গে কাজ করছেন।

সহশিল্পীকে (সাইফকে) খবরটি দেওয়া পর সাইফ তার স্ত্রী কারিনাকে বলেছেন। এর মাধ্যমেই শহিদের বাবা হওয়ার খবরটি সবার আগে জেনেছেন ৩৫ বছর বয়সী এই অভিনেত্রী।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৬
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।