ঢাকা, শনিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

বিনোদন

মহুয়া, আবির ও ‘ছেড়াদ্বীপ’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২২, এপ্রিল ১২, ২০১৬
মহুয়া, আবির ও ‘ছেড়াদ্বীপ’ ‘ছেড়াদ্বীপ’ নাটেকের দৃশ্যে নিলয় ও তানজিন তিশা

মহুয়া। সুন্দরী তরুণী।

কুয়াকাটার মিস্ত্রিপাড়ার সবাই চেনে তাকে। রাখাইন অধ্যুষিত এলাকায় বেড়ে উঠলেও তার ধর্ম অজ্ঞাত। ২-৩ বছর বয়সে ওকে পাওয়া যায় এথানচিং সমুদ্রতীরে। তখন থেকে মহুয়া এখানকার একটি পরিবারে আশ্রিত ও লালিত-পালিত। ধর্ম অজ্ঞাত বলে ওকে বিয়ে করতে রাজি হয় না রাখাইন গোত্রের কোনো তরুণ। এমন সময় গল্পে নতুন চরিত্রের আগমন ঘটে।

সমুদ্রতীরে মহুয়ার সঙ্গে দেখা হয় আবিরের। মহুয়ার ভাঙা ভাঙা বাংলা শুনে আরও মুগ্ধ হয় সে। মহুয়ার দুর্বিসহ জীবনে আবিরের আগমন যেন সুদিনের হাতছানি। ঠিক তখনই আবিরের কুয়াকাটায় আসার উদ্দেশ্য শুনে থমকে যায় মহুয়া। এমন গল্পের নাটকে সম্প্রতি অভিনয় করেছেন নিলয় ও তানজিন তিশা। এর নাম ‘ছেড়াদ্বীপ’।

ফয়েজ আহমেদ রেজার রচনা ও পরিচালনায় নাটকটির শুটিং করা হয়েছে সমুদ্র সৈকত কুয়াকাটার বিভিন্ন লোকেশনে। নাটকটিতে আবিরের চরিত্রে নিলয় আর মহুয়ার চরিত্রে অভিনয় করেছেন তানজিন তিশা।

জোয়ার ভাটা টেলিফিল্মের ব্যানারে নির্মিত এ নাটকটি ১৩ এপ্রিল চ্যানেল আইয়ে দেখানো হবে দুপুরের সংবাদের পর।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৬
জেএইচ/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।