ঢাকা, বুধবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

বিনোদন

এলো শাফিন আহমেদের দুই গান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:২১, এপ্রিল ১২, ২০১৬
এলো শাফিন আহমেদের দুই গান শাফিন আহমেদ

নতুন দুটি গান প্রকাশ করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী শাফিন আহমেদ। পহেলা বৈশাখ উপলক্ষে অনলাইনে ছাড়া হয়েছে ‘আবার তোরা মানুষ হ’ ও ‘সেকেণ্ড মিনিট ঘণ্টা’ শিরোনামের গানগুলো।

 

জনপ্রিয় ব্যান্ড মাইলসের ভোকালিস্ট হলেও শাফিন প্রায়ই একক ও মিশ্র অ্যালবামে গেয়েছেন। দীর্ঘদিন পর নতুন দুটি গানে পাওয়া যাবে তাকে। দুটি গানই শাফিনের নিজের লেখা ও সুর করা। সংগীতায়োজনও তারই।

‘আবার তোরা মানুষ হ’ ও ‘সেকেণ্ড মিনিট ঘণ্টা’ গানগুলো প্রকাশ করেছে এমই লেবেল। বিশ্বব্যাপী এগুলো শোনা কিংবা সংগ্রহ করা যাবে আইটিউনস, অ্যামাজন, গুগল প্লেসহ আরও কয়েকটি মাধ্যম থেকে।  

বাংলাদেশ সময়: ১০১৪ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৬
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।