ঢাকা, বুধবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

বিনোদন

যে দুটি উপহার পেয়ে ধন্য রুনা লায়লা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৮, এপ্রিল ১১, ২০১৬
যে দুটি উপহার পেয়ে ধন্য রুনা লায়লা

কিছুদিন আগে মুম্বাইয়ে ভারতের কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকরের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন বাংলাদেশের কণ্ঠশিল্পী রুনা লায়লা। আড্ডার পর তারা অংশ নেন নৈশভোজে।

বিদায়ের আগে রুনাকে একটি শাড়ি উপহার দিয়েছেন লতা।

মুম্বাই থাকাকালে কিংবা ঢাকায় ফিরেও খবরটা জানাননি রুনা। রোববার (১০ এপ্রিল) ফেসবুকে এ খবর দিয়ে তিনি লিখেছেন, ‘লতা মঙ্গেশকর দিদি আমাকে সুন্দর একটা শাড়ি উপহার দিয়েছেন। ’ স্ট্যাটাসে আরেকটি উপহারের কথা জানিয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই কণ্ঠশিল্পী।

অভিনেতা আলমগীর আকারে ক্ষুদ্র চমৎকার একটি কোরআন শরীফ উপহার দিয়েছেন রুনাকে। এ দুটি উপহার পাওয়া প্রসঙ্গে তিনি ফেসবুকে লিখেছেন, ‘এগুলো আমার মন ছুঁয়ে গেছে। আমি খুব সম্মানিত। ’

মুম্বাইয়ে দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ডের বিচারক হিসেবে সংবাদ সম্মেলনে অংশ নিতে গিয়েছিলেন রুনা। ভারতের দাদাসাহেব ফিল্ম ফাউন্ডেশনের পক্ষ থেকে বিচারকরা পুরস্কারটি দিচ্ছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াকে।

এদিকে আগামী ২৪ সেপ্টেম্বর লন্ডনের রমফোর্ড শহরের দ্য সিটি প্যাভিলিয়নে সংগীত পরিবেশন করবেন রুনা লায়লা। এর আয়োজন করেছে ইউকে-ডক্টরশেফ লিমিটেড ও কিডস ফর কিডস ফাউন্ডেশন।

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।