ঢাকা, শনিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

বিনোদন

রিচির ‘ঠিকানা ভুল ছিলো’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১০, এপ্রিল ১১, ২০১৬
রিচির ‘ঠিকানা ভুল ছিলো’ রিচি সোলায়মান

সাংবাদিক তানভীর শহরের অলিগলিতে বাসা খুঁজে বেড়ান। একদিন ঘটনাক্রমে একটি বাড়ির চিলেকোঠা খুঁজে পান, এর মালিক রিচি সোলায়মান।

কিন্তু তিনি কোনোভাবেই ভাড়া দেবেন না, তানভীরও নাছোড়বান্দা।

যেন এই বাড়ি ছাড়া তার কোনো গতি নেই! রিচির কাছে অনেক আকুতির পর তানভীর উঠতে পারেন চিলেকোঠায়। এরপর ঘটতে থাকে নানান ইতিবাচক ঘটনা।

গল্পটি একটি নাটকের। নাম ‘ঠিকানা ভুল ছিলো’। এ প্রসঙ্গে রিচি বলেন, ‘এ নাটকের গল্প বলার ধরণটা একটু ভিন্ন। এতে মূকাভিনয়ও রয়েছে। তাই অন্যভাবে গল্পটি ফুটে উঠেছে। দর্শকরা ভিন্ন স্বাদ পাবেন। ’

নাটকটিতে মূকাভিনয় করেছেন নিথর মাহবুব। এ ছাড়াও আছেন র‌্যাম্প মডেল তামান্না। সম্প্রতি রাজধানীর উত্তরাসহ বেশকিছু জায়গায় এর দৃশ্যায়ন হয়েছে। লিখেছেন রুদ্র মাহফুজ, পরিচালনায় সাখাওয়াৎ মানিক। এটি আগামী রোজার ঈদের জন্য তৈরি হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩৫৮ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।