ঢাকা, বুধবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

বিনোদন

আতিফ এবং ভারতীয় দুই গায়িকা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫৭, এপ্রিল ১১, ২০১৬
আতিফ এবং ভারতীয় দুই গায়িকা

পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলামের অনেক ভক্ত-শ্রোতা আছেন বাংলাদেশে। এখানে একাধিকবার তিনি গেয়েছেন।

আবার ঢাকায় আসছেন ৩৩ বছর বয়সী এই তারকা।

আগামী ২২ এপ্রিল সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের নবরাত্রি হলে সংগীত পরিবেশন করবেন আতিফ। একই কনসার্টে গাইতে ভারত থেকে আসছেন হিন্দি ছবির দুই জনপ্রিয় গায়িকা মমতা শর্মা ও আকৃতি কাক্কার। বলিউডের গানের মাধ্যমে তারাও বাংলাদেশি শ্রোতাদের কাছে পরিচিত।  

পাকিস্তান ও ভারতের তিন জনপ্রিয় সংগীতশিল্পীকে নিয়ে ঢাকায় কনসার্ট আয়োজন করেছে এটিএন এন্টারটেইনমেন্ট লিমিটেড। প্রতিষ্ঠানটির পরিচালক অনন্য রুমা জানান, কনসার্টে গানের পাশাপাশি থাকছে নৃত্যশিল্পীদের পরিবেশনা।

বাংলাদেশ সময়: ১২৫৬ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৬
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।