ঢাকা, রবিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১১ মে ২০২৫, ১৩ জিলকদ ১৪৪৬

বিনোদন

সুমন কল্যাণের দেশের গান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০০, মার্চ ২৩, ২০১৬
সুমন কল্যাণের দেশের গান

স্বাধীনতা দিবস উপলক্ষে দেশের গান তৈরি করেছেন সংগীতশিল্পী সুমন কল্যাণ। এর আগে যৌথভাবে একাধিক গানে কণ্ঠ দিলেও প্রথমবার একক কণ্ঠে নতুন দেশাত্মবোধক গান গাইলেন তিনি।



‘ও দেশ তোমার, সেই মমতার, দরজা খুলে রাখো/আসবে আমার রক্ত জামার হারানো ভাই লাখো/যত্নে তাদের আশীর্বাদের রঙটা গায়ে মাখো…’- এমন কথার গানটি লিখেছেন ইশতিয়াক আহমেদ। কণ্ঠ দেওয়ার পাশাপাশি এর সুর ও সংগীতায়োজন করেছেন সুমন।

সুমন কল্যাণ বললেন, ‘আমার নিজের একক হিসেবে এটাই প্রথম দেশের কোনো গান। এর আগে যৌথভাবে দেশাত্মবোধক গান গেয়েছি। এক ধরণের দায়বদ্ধতা ছিলো দেশের গান নিয়ে। নতুন গানটি তৈরি করার পর ভালো লাগছে। ’

এদিকে গানটির ভিডিওচিত্র তৈরি করা হয়েছে। নির্মাণ করেছেন আবু তাওহীদ হীরন। আগামী ২৫ মার্চ রাতে এটি ইউটিউবে উন্মুক্ত করা হবে।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৬
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।