ঢাকা, রবিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১১ মে ২০২৫, ১৩ জিলকদ ১৪৪৬

বিনোদন

পথ, আইসক্রিম ও মিনার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০২, মার্চ ২৩, ২০১৬
পথ, আইসক্রিম ও মিনার

‘দুটো পথ গিয়েছে বেঁকে/কেনো আজ দুটো দিকে/আমি ভুল পথের ঠিকানায় দাঁড়িয়ে/শহরের যতো অলিগলি/ভেজা কাক দুরে রাস্তার ধূলি/আমি ভুল পথের ঠিকানায় দাঁড়িয়ে/একা পথ কিছু রোদের মিছিলে/কিছু হাসি কিছু কান্নার খোঁয়াড়ে/আমি ভুল হয়ে রই/তবু সই আরও সই/রঙ তুলির ওই নতুন খেয়ালে…’ এটি জনপ্রিয় সংগীতশিল্পী মিনার রহমানের নতুন গান। গানটি উপভোগ করা যাবে বড়পর্দায়।

আগেভাগেই এলো ইউটিউবে।

২৯ এপ্রিল মুক্তি পাচ্ছে রেদওয়ান রনির দ্বিতীয় ছবি ‘আইসক্রিম’। ছবির প্রচারের অংশ হিসেবে বুধবার (২২ মার্চ) সন্ধ্যায় প্রযোজনা প্রতিষ্ঠান টাইগার মিডিয়ার ইউটিউব চ্যানেলে প্রকাশ পেলো ছবির প্রথম গানটি। মিনার রহমানের লেখা ও সুরে ‘পথ’ গানটি সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার।

মিনার জানান, অ্যালবামের পাশাপাশি নাটকের অনেক গানেও পাওয়া গেছে তার কণ্ঠ। সব ঠিক থাকলে চলচ্চিত্রের জন্যও নিয়মিত গাইতে চান তিনি। ‘পথ’ গানটি নিয়ে আশাবাদী ‘সাদা রঙের স্বপ্ন’খ্যাত এই গায়ক।

একদল তরুণের অভিনয়ে নির্মিত হয়েছে ‘আইসক্রিম’। এতে অভিনয় করেছেন নবাগত উদয়, রাজ ও তুশি। আরো আছেন ওমর সানি, দিতি ও এটিএম শামসুজ্জামান।

আইসক্রিম যৌথভাবে প্রযোজনা করেছে পিংপং এন্টারটেইনমেন্ট, পপর্কণ ও টপ অব মাইন্ড। কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন রেদওয়ান রনি নিজেই। এর আগে ‘চোরাবালি’ ছবি তৈরি করে আলোচনায় আসেন ছোটপর্দার এই নির্মাতা।

বাংলাদেশ সময়: ১০৩৮ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৬
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।