ঢাকা, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

বিনোদন

সমরেশের বই পড়ে বিপাকে রিয়াজ!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫৫, মার্চ ২২, ২০১৬
সমরেশের বই পড়ে বিপাকে রিয়াজ!

সমরেশ মজুমদারের একটি উপন্যাস পড়ে ওলট-পালট হয়ে যায় রিয়াজের দৈনন্দিন। তার স্ত্রীর মাঝে খুঁজে ফেরেন উপন্যাসের নায়িকার বৈশিষ্ট্য।

কিন্তু নাবিলা তেমন নয়। এ নিয়ে রিয়াজ-নাবিলার দাম্পত্য জীবনে কলহ শুরু হয়ে। বিপাকে পড়েন রিয়াজ।

এমন একটি গল্প নিয়ে তৈরি হয়েছে একক নাটক ‘মাধবীলতা, শুধু তোমার জন্য’। এতে বই পড়ুয়া স্বামীর চরিত্রে দেখা যাবে চিত্রনায়ক রিয়াজকে। তার স্ত্রীর ভূমিকায় আছেন নাবিলা। আর মাধবীলতার ভূমিকায় দেখা যাবে সাদিয়া জাহান প্রভাকে।   

রাইসুল তমালের রচনা ও আসাদুজ্জামানের পরিচালনায় সম্প্রতি নাটকটির দৃশ্যধারণ হয়েছে উত্তরায়। অচিরেই টিভিতে প্রচার হবে ‘মাধবীলতা, শুধু তোমার জন্য’। তবে চ্যানেল চূড়ান্ত হয়নি।  

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।