ঢাকা, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

বিনোদন

গদারের ছবি নিয়ে কানের পোস্টার

জনি হক, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪০, মার্চ ২২, ২০১৬
গদারের ছবি নিয়ে কানের পোস্টার

সিঁড়ি, সাগর, দিগন্ত- কি নেই! নিজের স্বপ্নের পথে একজন মানুষের এগিয়ে যাওয়া। শেষ বেলার ভূমধ্যসাগরীয় আলোয় সেই পথ হয়ে উঠেছে সোনালি।

এই একটি স্থিরচিত্রে কতো না গল্প!

বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়োজন কান চলচ্চিত্র উৎসবের ৬৯তম আসরের অফিসিয়াল পোস্টারটি এমনই। ফ্রেঞ্চ নিউওয়েভের অন্যতম রূপকার ফরাসি চলচ্চিত্রকার জ্যঁ লুক-গদারের ধ্রুপদী ছবি ‘কনটেম্পট’-এর স্থিরচিত্র দিয়ে সাজানো হয়েছে এটি। পোস্টারের মানুষটি হলেন ‘কনটেম্পট’ ছবির অভিনেতা মিশেল পিকোলি।

ছবিটি মনে করিয়ে দেয় ফরাসি সাংবাদিক মিশেল মুলেটের নিরন্তর উদ্ধৃতি, যেটি ব্যবহার করা হয় ‘কনটেম্পট’ ছবির শুরুতে। তিনি বলেছিলেন, ‘আমাদের ইচ্ছার সঙ্গে সঙ্গতি রেখে চেনা পৃথিবীকে বদলে দেয় চলচ্চিত্র। ’

চলচ্চিত্রের ইতিহাসে সিনেমাস্কোপে নির্মিত অসংখ্য ছবির মধ্যে ‘কনটেম্পট’ অন্যতম। পরবর্তী সময়ে ছবি নির্মাণে এর গুরুত্বপূর্ণ প্রভাব প্রতীকী অর্থে বোঝাতেই সাজানো হয়েছে এমন পোস্টার। এর ডিজাইনার এর্ভে শিংইওনি, গ্রাফিক ডিজাইনে জিল ফ্র্যাপিয়ার।

ফ্রান্সের সাগরঘেঁষা শহর কানে আগামী ১১ থেকে ২২ মে পর্যন্ত অনুষ্ঠিত হবে এবারের আয়োজন। এতে মূল প্রতিযোগিতা বিভাগে বিচারকদের নেতৃত্ব দেবেন অস্ট্রেলীয় পরিচালক জর্জ মিলার। সিনেফন্ডেশন ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে বিচারকরা কাজ করবেন জাপানের নাওমি কাওয়াসের নেতৃত্বে।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, মার্চ ২১, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।