ঢাকা, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

বিনোদন

‘সোনার হরিণ’-এর হাফ সেঞ্চুরি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৮, মার্চ ১৯, ২০১৬
‘সোনার হরিণ’-এর হাফ সেঞ্চুরি

একই এলাকার সরকার পরিবার ও খান পরিবার। কেউ কারও ছায়া মাড়াতে চায় না।

সবসময় যুদ্ধ যুদ্ধ ভাব। এলাকার বেশিরভাগ মানুষ দুই দলে বিভক্ত। ব্যতিক্রম একজন, অধ্যাপক মজিদ। তিনি এই দুই পরিবারের কাউকে পছন্দ করেন না। মজিদ দুই কন্যার জনক। রূপালি ও গোধূলি।

রূপালির বিশ্ববিদ্যালয়ে যাওয়া বন্ধ। কারণ সরকার পরিবারের বড় সন্তান যুবরাজ। যুবরাজ মানুষ হিসেবে যতো শক্ত, মনের দিক দিয়ে ততোই নরম। সে প্রেমে পড়েছে রুপালির। দিন নেই রাত নেই রূপালির উপস্থিতি যেখানে, সেখানেই যুবরাজ। কিন্তু রূপালি পছন্দ করে না যুবরাজকে। রূপালির বাবা অধ্যাপক মজিদ মিয়া আইনের আশ্রয় নিয়েও কোনো সুরহা পাচ্ছেন না। প্রতিপক্ষ খান পরিবার কৌশলে অধ্যাপক মজিদ মিয়াকে সাহায্য করতে চাইলে তা গ্রহণ করে না মজিদ মিয়া। এ পরিস্থিতিতে রূপালিকে অন্যত্র বিয়ে দেওয়ার চেষ্টা করছেন বাবা।    

এমনই ঘটনা নিয়ে বর্বরতার দিকে এগিয়ে চলে কাহিনী। এটি ‘সোনার হরিণ’ ধারাবাহিকের গল্প। হাফ সেঞ্চুরিতে পা রাখছে নাটকটি। ইতিমধ্যে প্রচারিত হয়েছে এর ৪৯তম পর্ব। বৈশাখী টেলিভিশনে নাটকটির ৫০তম পর্ব প্রচার হবে রোববার (২০ মার্চ) রাত ১১টায়।

নাটকটি লিখেছেন রাশেদা সাজ্জাদ লাজুক। পরিচালনা করছেন সাজ্জাদ হোসেন দোদুল। অভিনয়শিল্পীরা হলেন- শ্যামল মওলা, প্রসূন আজাদ, নাফিসা কামাল ঝুমুর, মনোজ সেনগুপ্ত, মুনিরা মিঠু, কাজী রাজু, মিলন ভট্ট, মাহামুদুল ইসলাম মিঠু, শিরিন বকুল, ফেরদোসী লিনা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৬
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।