ঢাকা, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

বিনোদন

বলিউডের সব কাপুরকে নিমন্ত্রণ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০৯, মার্চ ১৩, ২০১৬
বলিউডের সব কাপুরকে নিমন্ত্রণ

এবারই প্রথম। নিজের প্রযোজিত কিংবা পরিচালিত কোনো ছবি নিয়ে নির্মাতা করণ জোহরের মধ্যে এতোটা আত্মবিশ্বাস দেখা যায়নি।

যেমনটা দেখা যাচ্ছে ‘কাপুর অ্যান্ড সানস’-এর বেলায়। তার প্রতিষ্ঠান ধর্মা প্রোডাকশনের ইতিহাসে এই প্রথমবার ঘটতে যাচ্ছে নতুন ঘটনা।

মুক্তির পাঁচ দিন আগে করণ জোহর প্রযোজিত ‘কাপুর অ্যান্ড সানস’-এর প্রাক-প্রদর্শনী হতে যাচ্ছে শুধু একটি পরিবার ও কলাকুশলীদের জন্য। শুধু তা-ই নয়, বন্ধু ও চলচ্চিত্র শিল্পের মানুষজনকে দিয়ে ছবিটির প্রচারণা করানোর অভিনব পরিকল্পনা করেছেন তিনি।

কাপুর বংশে নিজের বন্ধুদেরকে ‘কাপুর অ্যান্ড সানস’ ছবিটি দেখাতে চান তিনি। নাম দেখেই বোঝা যাচ্ছে, এটি তৈরি হয়েছে কাপুর পরিবারকে ঘিরে। একটি প্রদর্শনীতে থাকবেন রাজ কাপুর ও কৃষ্ণা কাপুর দম্পতির উত্তরাধিকাররা। তাদের তিন পুত্র রণধীর কাপুর, ‌ঋষি কাপুর (কাপুর অ্যান্ড সানস ছবিতে দাদার ভূমিকায় অভিনয় করেছেন তিনি) ও রাজিব কাপুর তো আছেনই, যোগ দেবেন ঋষি-পুত্র রণবীর কাপুর, রণধীর-কন্যা কারিনা কাপুর, আরমান কাপুরসহ অনেকে।

একইভাবে ঘনিষ্ঠ বন্ধু নির্মাতা একতা কাপুরের বাবা জিতেন্দ্র কাপুর ও মা শোভা কাপুরের পরিবার ও তাদের আত্মীয়স্বজনের জন্য আয়োজন করা হয়েছে আরেকটি প্রদর্শনী। তৃতীয় প্রদর্শনীতে থাকবেন দুই ভাই বনি কাপুর ও অনিল কাপুর এবং বনি-পুত্র অর্জুন কাপুর ও অনিল-তনয়া সোনম কাপুর।

এ ছাড়া বলিউডে কম পরিচিত অন্যান্য কাপুরকেও দেখানো হবে ‘কাপুর অ্যান্ড সানস’। কাপুর বংশের কথা ছবির নামে উল্লেখ থাকায় করণের জন্য অভিনব বিপণন পন্থা নির্বাচনে সহায়ক হচ্ছে বলার অপেক্ষা রাখে না।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।