ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

বিনোদন

রান্না শিখছেন বিদ্যা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪২, মার্চ ৮, ২০১৬
রান্না শিখছেন বিদ্যা বিদ্যা বালান

রান্নাবান্না ভালো লাগে না এমন মেয়ে খুব কমই হয়। তাদের দলে আছেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান।

রাঁধতে তার মোটেও ভালো লাগে না। এক গ্লাস চা আর ম্যাগি নুডলসেই কাজ চালিয়ে নেন তিনি। তবে এবার অন্য কোনো পথ খোলা নেই, রান্নাঘরে যেতেই হচ্ছে তাকে!

‘কাহানি টু’ ছবিতে অভিনয়ের জন্য রান্নার কয়েকটি মৌলিক বিষয় শিখছেন বিদ্যা। ছবির একটি দৃশ্যে তাকে ডিম ভাজতে দেখা যাবে। এ ছাড়া মায়ের কাছে দক্ষিণ ভারতের কয়েকটি পদ রান্নাও শিখেছেন ৩৮ বছর বয়সী এই অভিনেত্রী।

ছবিটির গল্প বা বিদ্যার চরিত্র প্রসঙ্গে কিছুই জানা যায়নি এখনও। তবে একটি দৃশ্যে তাকে রাঁধুনি হিসেবে দেখা যাবে। এ ছবিটির সুবাদে হলেও নিজের পছন্দের মেন্যু তৈরি করা শিখছেন তিনি।

২০১২ সালে মুক্তি পাওয়া ‘কাহানি’র দ্বিতীয় কিস্তিও পরিচালনা করবেন সুজয় ঘোষ। শিগগিরই এর দৃশ্যধারণ শুরু হবে।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।