ঢাকা, রবিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

বিনোদন

বিপাশা-করণের বাগদান মার্চে!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩১, ফেব্রুয়ারি ১৯, ২০১৬
বিপাশা-করণের বাগদান মার্চে! করণ সিং গ্রোভার ও বিপাশা বসু

বিপাশা বসু ও করণ সিং গ্রোভারের প্রেমের সম্পর্ক নিয়ে বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছে। কিন্তু সে সম্পর্ক নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেননি তারা।

তবে বিভিন্ন সময় দু’জনকে একসঙ্গে ঘুরে বেড়াতে দেখা যায়। এর আগে বেশ কয়েকবার তাদের বিয়ের গুঞ্জন উঠেছিলো। শেষ পর্যন্ত তা গুঞ্জন-ই থেকে গেছে।

শোনা যাচ্ছে, খুব শিগগিরই সম্পর্কের আনুষ্ঠানিক ঘোষণা দেবেন বিপাশা-করণ। বিপাশ‍ার ঘনিষ্ঠ এক বন্ধু জানান, ‘মার্চে বাগদান সম্পন্ন করবেন এ জুটি। ’

কিছুদিন আগে এক প্রতিবেদনে জানানো হয়েছিলো, বিপাশা ও করণ তাদের সম্পর্ক পরিণতিতে নিতে পারছেন না তার প্রধান কারণ হলো, করণের সঙ্গে তার প্রাক্তন স্ত্রী জেনিফার উইংগেটের ডিভোর্স এখনও হয়নি। স্ত্রীর ভরণ পোষণ নিয়ে এখনও শেষ সিদ্ধান্তে আসতে পারেননি বলিউডের এই অভিনেতা।

পরবর্তীতে অবশ্য জেনিফার তার টুইটারে  জানিয়েছেন, ‘করণের কাছ থেকে আমি কোনো ভরণ পোষণ চাই না। '

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৬
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।