ঢাকা, রবিবার, ৩ কার্তিক ১৪৩২, ১৯ অক্টোবর ২০২৫, ২৬ রবিউস সানি ১৪৪৭

বিনোদন

একজনকে খুঁজতে গিয়ে অন্যরা উধাও!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫৫, ডিসেম্বর ৯, ২০১৫
একজনকে খুঁজতে গিয়ে অন্যরা উধাও!

বিশ্ববিদ্যালয় পড়ুয়া চার বন্ধু হঠাৎ সিদ্ধান্ত নেয় কোথাও বেড়াতে যাবে। এদের মধ্যে শামস পছন্দ করে রূপাকে।

সে প্রথমে ওদের সঙ্গে যেতে রাজি ছিলো না। রূপা যাচ্ছে জানার পর সে আগ্রহী হয়। কিন্তু তাদের সঙ্গে জোটে লাজুক আর ভিতু স্বভাবের রাশেদ। সে রূপার সমবয়সী এক ভাই। ওকে দেখে অন্যরা বিরক্ত হয়। রাশেদকে ওরা কিছুতেই সহ্য করতে পারে না।

ওরা একটা রাজবাড়িতে বেড়াতে যায়। রাতে বারবিকিউ পার্টি, নাচ-গানে সবাই মেতে থাকে। অন্যদিকে রূপার অজান্তে অন্যরা রাশেদের সঙ্গে অমানবিক আচরণ করতে থাকে। একসময় রাশেদকে খুঁজে পাওয়া যায় না। ওকে খুঁজতে গিয়ে অন্যরাও উধাও হয়ে যায়।

এমন একটি গল্প নিয়ে তৈরি হয়েছে টেলিছবি ‘না মানুষ’। আসাদুজ্জামান সোহাগের রচনা ও আশিস রায়ের পরিচালনায় এতে অভিনয় করেছেন মিশু সাব্বির, সাফা কবির, ফারহান জোভান, তৌসিফ মাহবুব, চাষী প্রমুখ। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) রাত ৭টা ৫০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে এটি।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৫
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।