ঢাকা, বৃহস্পতিবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৪ জুলাই ২০২৫, ২৮ মহররম ১৪৪৭

বিনোদন

এক মঞ্চে ৪৪ বছর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৮, আগস্ট ১৮, ২০১৫
এক মঞ্চে ৪৪ বছর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডল। তারিখ ১৯ আগস্ট, সন্ধ্যা।

ওই সন্ধ্যায় নেমে আসবে ১৯৭১ থেকে বর্তমান। দীর্ঘ এই পরিক্রমায় দেশ দেখেছে অনেক কিছু- মহান মুক্তিযুদ্ধ, জাতির জনকের হত্যাকাণ্ড, সীমান্ত হত্যা, দেশীয় সংস্কৃতির ওপর ভিনদেশী সংস্কৃতির আক্রমন, নারী হয়রানি, ব্লগার হত্যাকাণ্ড।

এ সবকিছু উঠে আসবে মঞ্চে। কয়েকজন মূকাভিনয়শিল্পীর পরিবেশনায়। আটটি স্কেচ মাইম নিয়ে প্রদর্শনী করবে ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশন। প্রদর্শনীটির নাম ‘গর্ভবতী বর্তমান’। পারফর্ম করবেন মীর লোকমান, শাওন, রিজভী, রিমা, অর্থি, ফরিদ, সৈকত, সনি প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৫
এমএ/কেবিএন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।