ঢাকা, শনিবার, ১১ শ্রাবণ ১৪৩২, ২৬ জুলাই ২০২৫, ০০ সফর ১৪৪৭

বিনোদন

মুক্তির আগেই ফাঁস নওয়াজুদ্দিনের ছবি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২২, আগস্ট ১১, ২০১৫
মুক্তির আগেই ফাঁস নওয়াজুদ্দিনের ছবি ‘মাঞ্ঝি: দ্য মাউন্টেন ম্যান’ ছবির দৃশ্যে নওয়াজুদ্দিন সিদ্দিকি ও রাধিকা আপ্তে

নওয়াজুদ্দিন সিদ্দিকির নতুন ছবি ‘মাঞ্ঝি: দ্য মাউন্টেন ম্যান’ মুক্তির আগেই অনলাইনে ফাঁস হয়ে গেছে। গতকাল সোমবার (১০ আগস্ট) থেকে এর প্রিভিউ সংস্করণ ডাউনলোড হচ্ছে দেদার।

আগামী ২১ আগস্ট এটি মুক্তি পাওয়ার কথা।

ছবিটির গল্প দশরথ মাঞ্ঝিকে (নওয়াজ) ঘিরে। পাহাড় থেকে পড়ে তার স্ত্রী মারা যান। তার প্রতি ভালোবাসা থেকে ওই পাহাড় কেটে রাস্তা তৈরি করার কাজে একাই নেমে পড়েন মাঞ্ঝি। এতে মাঞ্ঝির স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন রাধিকা আপ্তে। এটি পরিচালনা করেছেন কেতন মেহতা।

চলতি বছর মুক্তির আগেই অন্তর্জাল দুনিয়ায় ফাঁস হয়ে যাওয়ার ঘটনা আরও তিনবার ঘটেছে। এর আগে কমল হাসানের ‘পাপানাসাম’ ছবির পাইরেটেড কপি আর মালয়ালাম ব্লকবাস্টার ‘প্রেমাম’-এর সেন্সর কপি ফাঁস হয় জুনে। সালমান খানের সঙ্গে নওয়াজুদ্দিনের ‘বজরঙ্গি ভাইজান’ও নাকি ফাঁস হয়েছে রোজার ঈদে মুক্তি পাওয়ার আগে।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৫
এমএ/বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।