ঢাকা, শনিবার, ১১ শ্রাবণ ১৪৩২, ২৬ জুলাই ২০২৫, ০০ সফর ১৪৪৭

বিনোদন

শ্রীদেবীর সাজে অহনা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৮, আগস্ট ১০, ২০১৫
শ্রীদেবীর সাজে অহনা অহনা / ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ক’দিন আগের ঘটনা। কোক স্টুডিওতে ঢুকেই খটকা লাগলো।

শ্রীদেবী-শ্রীদেবী লাগছে না মেয়েটাকে? আশপাশের অনেকের মুখেও শোনা গেলো কথাটা। নাহ! বলিউড অভিনেত্রী উড়ে আসেননি, ইনি অহনা।

‘চাঁদনী’ ছবিতে প্রায় আড়াই মিনিট সংগীতের তালে শাস্ত্রীয় ভারতীয় তান্ডব নৃত্য পরিবেশন করেন শ্রীদেবী। তখন তিনি পরেছিলেন সাদা রঙা পোশাক, মাথায় ছিলো টিকলি, পায়ে ঘুঙুর। অহনাকেও পাওয়া গেলো ওই একই সাজে। তিনি নেচেছেনও একই সংগীতের তালে।  

পিএ কাজল পরিচালিত ‘চোখের দেখা’ ছবিতে থাকছে অহনার এই নাচ। ‘চাকরের প্রেম’ (আমিন খান) ও ‘দুই পৃথিবী’র (শাকিব খান) পর এটি তার তৃতীয় ছবি।

ছবিটিতে অহনার চরিত্রের নাম রোজ। মেয়েটি নৃত্যশিল্পী। সে ক্যারিয়ার নিয়ে অনেক সচেতন। চরিত্রের সঙ্গে সামঞ্জস্য রেখেই শ্রীদেবী অভিনীত ছবির সংগীতের তালে নাচলেন তিনি।

‘চোখের দেখা’য় অহনার সহশিল্পী সায়মন সাদিক। এ ছাড়াও আছেন শতাব্দী ওয়াদুদ, শামস সুমন, সীমান্ত। এরই মধ্যে ছবিটির অনেকখানি কাজ সম্পন্ন হয়ে গেছে।

* শ্রীদেবীর নাচের ভিডিও :



বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৫
এমএ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।