ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৭ জুলাই ২০২৫, ০১ সফর ১৪৪৭

বিনোদন

৩০০ কোটির ক্লাবে 'বজরঙ্গি ভাইজান'

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫৬, আগস্ট ৬, ২০১৫
৩০০ কোটির ক্লাবে 'বজরঙ্গি ভাইজান'

মুক্তির কুড়ি দিনের মধ্যে ৩০০ কোটি রুপি আয় করে ফেললো সালমান খানের 'বজরঙ্গি ভাইজান'। অভিজাত এই ক্লাবে প্রথমবার ঢুকলো তার ছবি।

বলিউডের ইতিহাসে এই নজির এর আগে গড়তে পেরেছে একমাত্র আমির খানের 'পিকে' (১৭ দিনে)।

মজার বিষয় হলো, আমির ও সালমান দু'জনই নিজেদের ৪৯ বছর বয়সে ৩০০ কোটির ঘরে ঢুকেছেন। তবে 'পিকে' ৫ হাজার ২০০ প্রেক্ষাগৃহে মুক্তি পেলেও 'বজরঙ্গি ভাইজান' মুক্তি দেওয়া হয় সাড়ে চার হাজার সিনেমা হলে।

আশা করা হচ্ছে, শুধু ভারতেই আমিরের 'পিকে'র মোট আয়কে (সাড়ে তিনশো কোটি রুপি) ছাড়িয়ে যাবে 'বজরঙ্গি ভাইজান'। ভারত ও বহির্বিশ্বে এখন পর্যন্ত ছবিটি আয় করেছে সাড়ে ৪০০ কোটি ৬ লাখ রুপি।

গত ১৭ জুলাই মুক্তি পাওয়া কবির খান পরিচালিত ছবিটিতে সালমানের সঙ্গে অভিনয় করেছেন হারশালি মালহোত্রা, নওয়াজুদ্দিন সিদ্দিকি ও কারিনা কাপুর খান।

বাংলাদেশ সময় : ১৩৪৫ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৫
বিএসকে /জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।