ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৭ জুলাই ২০২৫, ০১ সফর ১৪৪৭

বিনোদন

ভূমির ওজন উধাও!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫১, আগস্ট ৫, ২০১৫
ভূমির ওজন উধাও! ভূমি পেড়নেকর

চেনাই যাচ্ছে না ভূমি পেড়নেকরকে! ‘দম লাগাকে হেইশা’ ছবির সেই স্থলকায়া এখন এক্কেবারে ছিপছাপ সুতম্বী! শোনা যাচ্ছে, আগামী ছবির জন্য রাতারাতি নিজেকে পাল্টে ফেলেছেন তিনি।

যশরাজ ফিল্মসের হাত ধরেই রুপালি দুনিয়ায় পা রেখেছিলেন ভূমি।

সেই ছবিতে ‘অন্যরকম‘ চরিত্র তো বটেই, পাশাপাশি আয়ুষ্মান খুরানার বিপরীতে অভিনয়ে নজর কেড়েছিলেন এই নবাগতা। চরিত্রর প্রয়োজনে ১৫ কেজি ওজন বাড়াতে হয়েছিলো তাকে। তারপর প্রায় পাঁচ মাসের মধ্যে ওজন কমিয়ে ‘শেপ’এ চলে এসেছেন। এমনিতে বেশ ফ্যাশন সচেতন বলিউডের এই অভিনেত্রী।

সম্প্রতি ডিজাইনার আনারকলি পরে ফ্যাশন মঞ্চে হাঁটতে দেখা গিয়েছে তাকে। তার কথায় ‘পরবর্তী ছবির জন্য ওজন কমাচ্ছি। যদিও ছবির ব্যাপারে এখন বিস্তারিত কিছু জানাতে পারবো না। তবে ‘দম লাগাকে হেইশা’র চেয়ে এবারের চরিত্রটা একেবারে আলাদা। ’

* ‘দম লগাকে হেইশা’ ছবির গানের ভিডিও:


বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৫
বিএসকে 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।