ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৭ জুলাই ২০২৫, ০১ সফর ১৪৪৭

বিনোদন

বিচারকাজে আরিফিন শুভ ও কনা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:২৪, আগস্ট ৩, ২০১৫
বিচারকাজে আরিফিন শুভ ও কনা (বাঁ থেকে) আরিফিন শুভ, এস আই টুটুল ও কনা

‘এবারের বাচ্চাগুলো খুবই সুরেলা। ভীষণ ভালো গায়।

শুভ আমার দোস্ত। কাজটা করে ভালো লেগেছে। খুব মজা পেয়েছি’- বাংলানিউজকে বলছিলেন কনা। চ্যানেল আইয়ের আয়োজনে শিশুদের সংগীত প্রতিযোগিতার অনুষ্ঠান ‘ক্ষুদে গানরাজ’-এ অতিথি বিচারক হওয়ার অভিজ্ঞতা জানালেন তিনি।

এবারই প্রথম কোনো সংগীত প্রতিযোগিতার অনুষ্ঠানে বিচারক হলেন কনা। বিচারকাজের পাশাপাশি কনা এক-দুই লাইন গানও গেয়েছেন। তার মতো আরিফিন শুভর জন্যও এটা নতুন অভিজ্ঞতা। তিনিও প্রথমবার বিচারকের আসনে বসে খুশি।

গতকাল রোববার (২ আগস্ট) তাদের নিয়ে অনুষ্ঠানটির চিত্রায়ন হয়েছে চ্যানেল আইতে। জানা গেছে, আগামীকাল ৪ আগস্ট ও ৭ আগস্ট রাত ৭টা ৫০ মিনিটে দুটি পর্বে দেখা যাবে শুভ ও কনাকে।

আরিফিন শুভ ও কনার মাঝে মূল বিচারক হিসেবে ছিলেন এস আই টুটুল। প্রতিযোগিতার আরেক বিচারক ফেরদৌস আরা।

বাংলাদেশ সময় : ১৩০২ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।